রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর জেলার চর ভদ্রশন এলাকার ইয়াহিয়া মোল্লার ছেলে আল আমিন মোল্লা ও ফরিদপুর সদর উপজেলার মোস্তফাডাঙ্গী এলাকার মৃত আরিফ সরদারের ছেলে মো. সাইদুর রহমান।
দৌলতদিয়া নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় কোস্টগার্ড ও দৌলতদিয়া নৌপুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নেতৃত্বে তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করে দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে সতর্ক করে তাদের ড্রেজার ও বাল্কহেড ফিরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, ‘আটক দুজনকে তিন লাখ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।