X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

চাপ থাকলেও ভোগান্তি নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ১৪:৩০আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৪:৩০

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে নেই কোনও ভোগান্তি। ঘাট এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ থাকলেও দুপুরের পর থেকে সবকিছু স্বাভাবিক হয়েছে।

ফেরির সংখ্যা বাড়ানোর কারণে কোনও ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়াই ফেরিতে উঠতে পার হতে পারছেন নাড়ির টানে ছুটে আসা ঘরমুখো মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদযাত্রা শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের যাত্রীবাহী বাস ও যাত্রীদের চাপ অনেকটা স্বাভাবিক আছে। বৃহস্পতিবার ভোরে পাটুরিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপ ও ছোট পিকআপ ভ্যান গাড়ির চাপ কিছুটা বেড়ে যায়। 

বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বলেন, ‘এবার দীর্ঘ ছুটি পাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ তেমন একটি পড়বে না। অনেকে ভিড় এড়াতে সেহরি খাওয়ার পর ভোর সকালেই রওনা দিয়ে ঘাটে পৌঁছায়। পাটুরিয়ায় ব্যক্তিগত বিভিন্ন গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় কোনও ধরনের ভোগান্তি ছাড়াই এসব গাড়ির আরোহী ও যাত্রীরা পদ্মা পার হচ্ছেন। সকালের পর থেকে ঘাট এলাকায় পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে আসে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপ কম ছিল। ঘাট এলাকায় যানবাহনগুলোকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। ঘাটে আসার পরপরই নদী পারাপারের বাসগুলোকে অল্প সময়ের মধ্যে ফেরিতে উঠে পড়ে। পাটুরিয়ার ২, ৩ এবং ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। এ ছাড়া ছোট যানবাহনগুলোও এসব ঘাট দিয়ে ৪ ও ৫ নম্বর ঘাট হয়ে ফেরি ওঠে নদী পার হয়ে দৌলতদিয়া প্রান্তে যাচ্ছে।’

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এবার ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। আজ দুপুরে আরিচা ঘাটও এলাকায় যাত্রী ও যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক ছিল। এই নৌপথে ছোট যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এদিকে পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে। এসব যাত্রীরা ঢাকা ও গাজীপুরসহ আশাপাশের এলাকা থেকে লোকাল বাসে করে এসে পাটুরিয়ার পুরাতন ট্রাক ট্রার্মিনালে এসে নামছেন। সেখান থেকে তাঁরা হেঁটে এবং তিন চাকার রিকশা ও ইজিবাইকে লঞ্চঘাটে এসে নামছেন। এরপর লঞ্চে করে পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার হয়ে দৌলতদিয়া প্রান্তে যাচ্ছেন।এবার ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রী পারাপারে ৩২টি লঞ্চ সচল রাখা হয়েছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১২টি লঞ্চ রয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকবর হোসেন বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে তেমন যানবাহনের কোনও চাপ নেই। তবে বিকালে গার্মেন্টেসে ছুটির পর যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে।’ তবে দীর্ঘ ছুটি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরবে বলে তিনি জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদ নির্বিঘ্ন হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান