X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি, নারীদের যৌন হয়রানি

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৭:৫৯আপডেট : ২১ মে ২০২৫, ১৭:৫৯

টাঙ্গাইলে মহাসড়কে রাতভর চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাসের চালক ও হেলপার‌কে বেঁধে যাত্রী‌দের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। এ ছাড়া লুটের সময় নারী যাত্রী‌দের যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 
মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান শুরু হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘আল ইমরান’ পরিবহনের বাস‌টি‌তে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। এসব এলাকা থেকে প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশে ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ, মুখ বেঁধে ফেলে।

যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে রওনা হয়। এ সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনাগহনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার (২১ মে) ভোর ৫টা পর্যন্ত উত্তরবঙ্গগামী আল ইমরান নামের যাত্রীবাহী বাসটি ডাকাত দলের নিয়ন্ত্রণ থা‌কে। পরে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়। পরে বাসের চালক যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যায়।

যাত্রীরা জানান, বাস‌টি নিয়ন্ত্রণ নেওয়ার পরই তারা যাত্রী‌দের মারধর ও সব কিছু লুট ক‌রে। এ সময় বাসের মধ্যে নারী‌দের অনেক কান্নাকাটির শব্দ পাওয়া যায়। যারা মালামাল দি‌তে চায়নি তা‌দের মারধর করা হয়। এ ছাড়া গাড়িতে থাকা নারী‌দের যৌন হয়রানি ক‌রে। 

বাসযাত্রী বগুড়ার আদমদীঘির জুয়েল মিয়া জানান, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। তার চোখ–মুখ বাঁধা ছিল। তবে তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও আকুতি-মিনতি শুনতে পান।

অপর যাত্রী রংপুরের কাউনিয়া এলাকার আকাশ মিয়া জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার তল্লাশি করে। যার যা কিছু ছিল সব লুট করে নেয়।

ডাকাতির শিকার আল ইমরান বাসের হেলপার আতিকুল রাঙ্গা বলেন, ঢাকা থেকে রংপুর যাওয়ার সময় যাত্রী বেশে বিভিন্ন স্থান থেকে ডাকাতরা বাসটিতে ওঠে। প‌রে সু‌যোগ বুঝে তারা চলন্ত গাড়িতে অস্ত্র দেখিয়ে ডাকাতি ক‌রে। ভো‌রে মহাসড়কের শিবপুর এলাকায় বাস‌টি ফেলে রেখে তারা চলে যায়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমদ বলেন, কয়েকজন যাত্রী, বাসের চালক ও হেলপারের সঙ্গে কথা হয়েছে। ডাকাত দলকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ডাকাতির ঘটনায় একজন ভুক্ত‌ভোগী সদর থানায় মামলা করেছেন। আসামি‌দের ধর‌তে অভিযান চলছে। যাত্রীবাহী বাস‌টি‌তে ৪০ জন যাত্রী ছিল। এদের মধ্যে নারী যাত্রী ছিল ১১ জন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
চাঁদা না দেওয়ায় চালককে মারধরের পর ‘থুতু চাটালেন’ সাবেক ছাত্রদল নেতা
সাইকেল চুরির ঘটনায় মা-মেয়েকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন
হাতকড়া নিয়ে পালিয়েছেন দুই আসামি
সর্বশেষ খবর
সুফল প্রকল্পে বাড়ছে বনের জীববৈচিত্র্য: পরিবেশ উপদেষ্টা
সুফল প্রকল্পে বাড়ছে বনের জীববৈচিত্র্য: পরিবেশ উপদেষ্টা
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
দ্রুত নির্বাচনের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
দ্রুত নির্বাচনের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
শিন বেত প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ: ইসরায়েলের সর্বোচ্চ আদালত
শিন বেত প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ: ইসরায়েলের সর্বোচ্চ আদালত
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব