X
শনিবার, ২৪ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পাওনা টাকা চাওয়ার জেরে মারধরের অভিযোগ, ৬ দিন পর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৮:২৩আপডেট : ২৩ মে ২০২৫, ১৮:২৩

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের খাসপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়ার জেরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধর ও নির্যাতনের ৬ দিন পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে শনিবার (১৭ মে) একই গ্রামের কাজল ও তার স্বজনরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। আনোয়ার হোসেন কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন জানান, অভিযুক্ত কাজল তার বাবার কাছ থেকে বছরে ধান দেওয়ার শর্তে ৬০ হাজার টাকা নিয়েছিলেন। বারবার টাকা ফেরত চাইলেও তিনি  দিচ্ছিলেন না। মাসখানেক আগে কাজলের কাছে তার বাবা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন শ্রীপুর থানায় কাজলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তার বাবা। সে সময় টাকা ফেরত দেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেয়ায় তার বাবা গত শনিবার কাজলের মহিষ নিয়ে চলে যেতে থাকেন। রাস্তা থেকে তার বাবাকে ধরে এনে কাজল ও তার লোকজন মারপিট করেন। এ সময়ে গাছে বেঁধে তার উপর নির্যাতন চালানো হয়।

রিয়াদ হোসেন অভিযোগ করে আরও জানান, তার বাবার বুকের উপর উঠে অমানুষিক নির্যাতন চালানোর ফলে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ৮টায় তার বাবার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, বছরে ৫ মণ ধান দেওয়ার শর্তে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেন কাজল। আনোয়ার হোসেন কাজলের কাছে টাকা ফেরত চাইলে কাজল সময় চান। পরে মহিষ বিক্রি নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে আনোয়ার হোসেন অসুস্থ হলে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, যেহেতু মৃতের পরিবারের অভিযোগ মারধরে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে তাই আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি এখন সাধারণ ডায়েরি (জিডি) আকারে থাকবে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা মারা গেছেন
সর্বশেষ খবর
বেনেটের দ্রুততম সেঞ্চুরি ছাপিয়ে তিন দিনেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড
বেনেটের দ্রুততম সেঞ্চুরি ছাপিয়ে তিন দিনেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন আসামি দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন আসামি দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর
হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর