X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বৃদ্ধ বাবা-মাকে আশ্রয়হীন করায় ৩ ছেলেকে পুলিশে দিলেন ইউএনও

খুলনা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ০০:০৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:০৩

বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে তিন ছেলেকে আটকের পর পুলিশের সোপর্দ করা হয়েছে। ওই বাবা-মার ভরণপোষণের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। পাইকগাছা উপজেলায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আটক তিন ছেলে মঙ্গলবার (৩ আগস্ট) আদালত থেকে মুচলেকায় জামিন পেয়েছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ মেছের আলী গাজী (৯৮) এবং তার স্ত্রী সোনাভান বিবি (৮৬)। তাদের চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। তাদের জমি কয়েক বছর আগেই ছেলেরা লিখে নিয়েছেন। এরপর থেকে বড় ছেলে রওশন আলী গাজী মায়ের এবং বাকি তিন ছেলে পালাক্রমে বাবার ভরণপোষণের দায়িত্ব নেন। নিয়ম অনুযায়ী ২ আগস্ট ছিল মেজ ছেলের পর ছোট ছেলের খাবার দেওয়ার পালা। কিন্তু ছোট ছেলে বাবাকে খেতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অগত্যা স্বামীর সঙ্গে স্ত্রীও বাড়ি থেকে বের হন এবং পার্শ্ববর্তী মানিকতলা বাজারের একটি দোকানে আশ্রয় নেন। এ খবর পেয়ে ওই রাতেই ১০টার দিকে মানিকতলা বাজারে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। চার ছেলেকে খুঁজে বের করে গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে শুনানি করেন। ছেলেদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর বৃদ্ধ বাবা মেছের আলী গাজী ও মা সোনাভান বিবিকে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় দেন। একই সঙ্গে বৃদ্ধ বাবা-মার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দেন তিনি। আর বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে পুলিশে সোপর্দ করেন।

বৃদ্ধ মেছের আলী গাজী ও তার স্ত্রী সোনাভান বিবি উপজেলা নির্বাহী অফিসার জানান, ওই বৃদ্ধ বাবা-মার খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রশাসন বহন করবে। 

গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, ‘সার্বক্ষণিক তাদের খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন। কোনও অসুবিধা হচ্ছে না।’

পাইকগাছা থানার ওসি বলেন, ‘অভিযুক্ত তিন ছেলেকে সামাজিক চাপে বাবা-মার ভরণপোষণের দায়িত্ব নিলেও ঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এমনকি বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তাদের সিআরপিসির ১৫১ ধারায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে পরবর্তী তারিখে হাজির হওয়ার শর্তে মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন লাভ করেন।’

/এমএএ/
সম্পর্কিত
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
অটোরিকশা ধাক্কা দেওয়ায় প্রাইভেটকার থেকে নেমে গুলি ছুড়লেন যুবক
সর্বশেষ খবর
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি