X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

সাতক্ষীরা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ০৩:১৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৩:১৭

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলের নাম ঘোষণা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে নারী আট জন, সাধারণ কোটায় ২৯ জন, পোষ্য কোটায় চার জন, মুক্তিযোদ্ধা কোটায় ১৪ জন চাকরি পেয়েছেন বলে জানান পুলিশ সুপার।

বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কনস্টেবল নিয়োগে প্রথম হয়ে চাকরি পাওয়া মো. শহিদুজ্জামান নাঈম বলেন, আমি খুবই খুশি। কোনও টাকা ছাড়াই আমি কনস্টেবল পদে নিয়োগ পেয়েছি। সে জন্য বাংলাদেশ সরকার ও পুলিশকে কৃতজ্ঞতা জানাই।

নতুন কনস্টেবল নিয়োগে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়া রানুমা খাতুন বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ১২০ টাকা খরচ করে পুলিশের চাকরি পেয়েছি। সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

নতুন কনস্টেবল নিয়োগে সাধারণ কোটায় চাকরি পাওয়া দিনমজুর মো. রশিদ মোড়লের মেয়ে মোছা. মুক্তা পারভীন বলেন, দিনমজুর পরিবারের সন্তান। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন পুলিশে চাকরি করবো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবা-মা বাবা-মায়ের আশা রক্ষা করেছি।

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে আইজিপির উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার। আমরা আমাদের কথা রেখেছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকায় মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানান।

জানা যায়, এবার প্রথম থেকে প্রাথমিকভাবে অনলাইনে ১ হাজার ৬০ জন নতুন কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় আবেদন করে। আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে ৪৩৬ জন অংশগ্রহণ করে ১৭৯ জন পাস করে। পরে চূড়ান্ত ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয় এবং সাত জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা