X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নড়াইলে হামলার পর ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে’

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ০২:১১আপডেট : ২০ জুলাই ২০২২, ০২:১১

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার পর ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, এখানে নতুন একটি ঘটনা দেখলাম। হামলার পর ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেকের চেহারা দেখে মনে হলো, বাহির থেকে যারা আসেন তাদের সঙ্গে যাতে ক্ষতিগ্রস্তরা মন খুলে কথা বলতে না পারেন, ক্ষয়ক্ষতির বিবরণ দিতে না পারেন, তেমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এজন্য অনেকে ভয়ে কথা বলতে চান না। আমি এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নড়াইলের দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রশাসনকে অনুরোধ করছি এ ধরনের ঘটনায় আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিন। আপনারা যখন ব্যবস্থা নিয়েছেন ততক্ষণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও আমরা জেনেছি, ঘটনার পরপরই অনেক মুসলিম ভাই হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছেন, প্রতিরোধ করেছেন। আমরা পুলিশ ও ওসব মুসলিম ভাইদের অভিনন্দন জানাই। কিন্তু আজ এ ধরনের ভীতিকর পরিবেশ কেন সৃষ্টি হলো। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমরা যার যার ধর্ম সে সে পালন করবো। রাষ্ট্রের কাছে আমাদের পরিচয় হবে আমরা বাঙালি। নিশ্চয়ই কোনও ধর্মের কটূক্তি আমরা সমর্থন করি না। অনেকদিন ধরেই দেখছি, ফেসবুকের মাধ্যমে এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় ফেক আইডি দিয়ে এসব কাজ করা হয়। এ ধরনের ঘটনা ঘটলে ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে ওই আইডি সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারে প্রশাসন। কিন্তু এটি বন্ধ না করার কারণ আমরা জানি। অতীতের অনেক উদাহরণ আছে। এ ধরনের ঘটনা অনেক সময় ঘটানো হয় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। চলমান রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। কাজেই এ ব্যাপারে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে, সতর্ক থাকতে হবে; যাতে এ ধরনের ঘটনাকে কেউ উসকানিমূলক ঘটনায় পরিণত করতে না পারে। আমাদের দাবি একটাই, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে। এ ধরনের ঘটনার যারা মদতদাতা তাদের শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়কারী আব্দুস সাত্তার, বাসদের কেন্দ্রীয় সদস্য শফিউর রহমান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্তসহ বাম জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দিঘলিয়ার সাহাপাড়ার এক যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৫ জুলাই বিকালে কতিপয় ব্যক্তি ওই যুবকের গ্রেফতার দাবিতে মানববন্ধন করে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টিকে কেন্দ্র করে দিঘলিয়া বাজারের নিত্য দুলাল সাহা, অনুপ সাহা, অশোক সাহা, সঞ্জিত সাহার মুদি দোকান এবং গোবিন্দ কুণ্ডু ও গৌতম কুণ্ডুর মিষ্টির দোকান ভাঙচুর করে একদল যুবক।

একই দিন রাতে সাহাপাড়ার গোবিন্দ সাহা, চায়না রানী সাহা, বিপ্লব সাহার বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে গোবিন্দ সাহার বসতঘরে আগুন দেওয়া হয়। একইসঙ্গে রাত ৯টার দিকে আখড়াবাড়ী সার্বজনীন পূজামণ্ডপে ভাঙচুর ও শ্মশানঘাট মন্দিরে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ, ডিবি পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৬-এর একটি দল এবং পুলিশ সুপার প্রবীর রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ