X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উপকূলে বাড়ছে জোয়ারের পানি, নাজুক বাঁধ নিয়ে দুশ্চিন্তা

হেদায়েৎ হোসেন, খুলনা
১৫ আগস্ট ২০২২, ২৩:০০আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২৩:০০

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির চাপ অনেক বেড়েছে। এতে উপকূলজুড়ে নাজুক বেড়িবাঁধ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত পানির চাপ ও তীব্র স্রোতের তোড়ে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকশির বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম, সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী, গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, রমজাননগরসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। কপোতাক্ষ নদ ও শিবসা নদীর জোয়ারের পানিতে পাইকগাছার জেলেপল্লী এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে, কপোতাক্ষের জোয়ারের পানিতে রামনাথপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া ও হরিষখালী এলাকায় পাউবোর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।

কয়রার গুচ্ছগ্রামের বাসিন্দা বাবু বলেন, ‘জোয়ারের পানি বাড়লেই বাঁধ ভেঙে এ অঞ্চল প্লাবিত হয়। ঘূর্ণিঝড় ইয়াসে বাঁধ ভেঙে ঘরে পানি ঢুকলে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেই। নিজেরা বাঁধ নির্মাণ করি। নতুন করে ঘর তৈরি করে বসবাস শুধু করি। আবারও সেই বাঁধ ভেঙে গেছে।’

পাইকগাছার হরিঢালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস জানান, রবিবার প্রবল জোয়ারের লোনা পানিতে মাহমুদকাটির জেলে পল্লীসহ রামনাথপুর এলাকা প্লাবিত হয়েছে।

সোলাদানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার (১৪ আগস্ট) দুপুরে জোয়ারের সময় শিবসা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ছোটবড় মৎস্য ঘের তলিয়ে গেছে।

সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, শিবসার তীরবর্তী বয়ারঝাঁপার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার দুর্বল বেড়িবাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তাৎক্ষণিক ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

উপকূলে বাড়ছে জোয়ারের পানি, নাজুক বাঁধ নিয়ে দুশ্চিন্তা

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু হাওলাদার জানান, ওয়াপদার বাঁধ ভাঙার খবরে পেয়ে তিনি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, জোয়ারের পানিতে পাউবোর ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের বাঁধটির সংস্কারে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধিতে বাগেরহাটের কচুয়া, সদর, মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা ও শরণখোলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে গেছে মোড়েলগঞ্জ ও মোংলা পৌরসভার বিভিন্ন এলাকা। বৈরী আবহাওয়ায় পাঁচ দিন ধরে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে সুন্দরবন।

মোড়েলগঞ্জ পৌর এলাকার লাভলু শেখ বলেন, ‘পানগুছি নদীর পানি স্বাভাবিকর চেয়ে কমপক্ষে চার ফুট বৃদ্ধি পেয়েছে। পানিতে উপজেলা সদর, মোরেলগঞ্জ বাজারসহ নদীর তীরবর্তী বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরে বাস করেও যদি পানিতে ভাসতে হয় তাহলে আমরা কোথায় যাবো?’

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘কয়েকদিন ধরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেশি বেড়েছে। প্রজনন কেন্দ্রের রাস্তাসহ সুন্দরবনের বেশিরভাগ এলাকা দিনে দুবার প্লাবিত হচ্ছে। তবে কোনও বন্যপ্রাণীর ক্ষতি হয়নি।’

উপকূলে বাড়ছে জোয়ারের পানি, নাজুক বাঁধ নিয়ে দুশ্চিন্তা

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‘উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টি ও দমকা হাওয়া বেড়েছে। পূর্ণিমা এবং বায়ুচাপের তারতম্য বেশি হওয়ায় নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট উঁচু জোয়ার হয়েছে। নিম্নচাপের কারণে মোংলাসহ দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।’

পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, ‘বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে বাগেরহাটের নদ-নদীর পানি। যার ফলে জেলার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে এতে জেলায় থাকা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ স্বাভাবিক রয়েছে। কোন বাঁধ ঝুঁকিতে নেই।’

সাতক্ষীরার গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, ‘খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদে স্বাভাবিকের তুলনায় জোয়ারের তীব্রতার ফলে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা, লেবুবুনিয়া, নাপিতখালী গ্রামসহ বেশ কিছু এলাকায় পাউবোর বেড়িবাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। নদ-নদী তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে আছেন।’

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে এই ইউনিয়নের অর্ধেক অংশের মানুষ প্রায় ছয় মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করেছেন। নিম্নচাপের প্রভাবে কপোতাক্ষ নদের তীব্র জোয়ারে কুড়িকাউনিয়া এলাকায় পাউবোর বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হরিষখালী এলাকায়ও পাউবোর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শাহানেওয়াজ তালুকদার বলেন, ‘প্রায় ৪০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সাতক্ষীরার কয়েকটি ফোল্ডারে প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। অগ্রাধিকার ভিত্তিতে এসব বাঁধ সংস্কার কাজ করে যাচ্ছি।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা