X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের আমলে মানুষের ঘরে খাবার থাকতো না: কৃষিমন্ত্রী

সাতক্ষীরা  প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ০২:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০২:২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি- জামাতের আমলে আশ্বিন-কার্তিক মাসে মানুষের ঘরে খাবার থাকতো না। কিন্তু এখন মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে কৃষিপণ্যের দাম বাড়লেও আমরা বাড়াইনি।’

রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নলতা এ এম আর কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে যে সারের দাম ৬০ টাকা ছিল, সেটা ১৫ টাকা করেছি। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দরসহ দেশের খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।’

সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপি হুমকি দিচ্ছেন সরকারের পতন ঘটাবে। তারা বলেছিল ১০ তারিখের পর খালেদা দেশ চালাবেন। কিন্তু শেখ হাসিনার দয়ায় তিনি জেলে না থেকে এখন বাড়িতে আছেন।’

তিনি বলেন, ‘বিএনপির আমলে তারেক জিয়া, আমানউল্লাহ আমানসহ বিএনপির নেতারা টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে। অথচ তারা আমাদের বিরুদ্ধে বলে। তারা দুর্নীতি করেছে, সে জন্য দুদক মামলা করেছে। তাতে কি দোষ আমাদের?’

বিশ্বব্যাংকের বিষয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা বলেছিল। কিন্তু কানাডায় মামলা চলার পর সেটা প্রমাণিত হয়নি। শেখ হাসিনার কারণে দেশ আজ উন্নত হয়েছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা সরিষার উন্নত জাত আবিষ্কার করেছি। উপকূলে লবণাক্ততার কারণে একটা মৌসুমে ধান হয়। আমরা নতুন জাত আবিষ্কার করেছি। গ্রীষ্মকালীন টমেটো চাষে সাতক্ষীরা বিপ্লব ঘটেছে।’

বিএনপি-জামায়াতের আমলে মানুষের ঘরে খাবার থাকতো না: কৃষিমন্ত্রী

লক্ষ্য এবার স্মার্ট দেশ গড়ার উল্লেখ করে তিনি বলেন, ‘উপকূলের কৃষি উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। স্মার্ট কৃষিতে পরিণত করেছে। এক জমিতে একাধিক ফসল হবে। গ্রামকে শহরে পরিণত করেছি। গ্রামের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও কৃষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছি। দেশকে ডিজিটাল করা হয়েছে। এবার আমাদের লক্ষ্য স্মার্ট দেশ গড়ার।’

বিএনপি-জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ২০১৩ সাল ২০১৪ সালে আন্দোলনের নামে ১৫০ জনকে হত্যা করেছে। ২০১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে না পারেনি। বরং তিনিই মুখে কালি মেখে ঘরে ফিরে গিয়েছিলেন। তৃণমূলই আওয়ামী লীগের শক্তি। যে আওয়ামী লীগের শিকড় তৃণমূলে, সেই আওয়ামী লীগকে কেউ নামাতে পারবে না। আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো যাবে না। জনগণ এ দেশের মালিক। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় থাকবো। যদি না দেয়, তাহলে যাদের ভোট দেবে, তাদের স্যালুট দিয়ে চলে যাবো।’

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলি মুন্সির সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোটর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি  ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জালে হক, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

এ ছাড়া সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুুল হায়দার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

/এনএআর/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন পার্লারের মালিক
কোটি টাকার সোনা ভারতে পাচারের সময় একজন আটক
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া