X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা

বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরেছেন ছোট ভাই

খুলনা প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ০১:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৪৯

খুলনা থেকে রবিবার (১৯ মার্চ) ভোরে ঢাকার উদ্দেশে ছাড়া ইমাদ পরিবহনের বাসটিতে ছিলেন দুই ভাই আশফাক উজ্জামান লিঙ্কন (৪০) ও ইসরাক হোসেন (৩৪)। এর মধ্যে ছোট ভাই ফরিদপুরের ভাঙ্গায় নিজ কর্মস্থলের জন্য নেমে গেলেও বড় ভাই লিঙ্কন ঢাকা যেতে থেকেছেন বাসেই। কিন্তু শেষ পর্যন্ত আর ঢাকায় পৌঁছানো হলো না তার। মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ জনের প্রাণ গেছে। মৃত্যুর এই মিছিলে যোগ দিয়েছেন লিঙ্কনও।

খুলনা শহরের টুটপাড়া এলাকার এই বাসিন্দা দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। ছোট ভাই ও বোনের বিয়ে হলেও লিঙ্কন এখনও বিয়ে করেননি। তিনি ঢাকায় থাকতেন। করোনার শেষ দিকে খুলনায় আসেন এবং পজিটিভ শনাক্ত হলে হাসপাতালে এক মাস চিকিৎসাধীন ছিলেন। তারপর থেকে তিনি খুলনাতেই আছেন।  রবিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েও আর পৌঁছানো হয়নি তার।

সকাল সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটলেও লিঙ্কনের পরিবারের সদস্যরা জানতে পারেন, সাড়ে ১১টার দিকে। আর লিঙ্কনের মৃত্যু নিশ্চিত হন ১২টার দিকে। এ খবর তার বাবা শাহজাহান মোল্লাকে জানানো হয় দেড়টার দিকে। কিন্তু অসুস্থ মা হাসনা হেনাকে জানানো হয়নি। তবে বাড়িতে স্বজনদের আনাগোনা ও লোকজনের বিমর্ষ চেহারা মায়ের মন বুঝতে সময় নেয়নি। তাই তিনি ছেলের কথা বলছেন আর কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন।

বাবা শাহজাহান মোল্লা বলেন, ওরা দুই ভাই ভোর ৪টায় বাসা থেকে বের হয়ে যায়। ছোট ছেলে ইশরাক রাজবাড়িতে মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার। আর বড় ছেলে লিঙ্কন ঠিকাদারি করে। এখন ছোট ছেলেই বড় ছেলের লাশ নিয়ে বাড়িতে আসছে।

লিঙ্কনের মেজো মামা হুমায়ুন কবীর বলেন, ইশরাক ও লিঙ্কন একত্রে যায়। ইশরাক ভাঙ্গায় নামে। আর সেখান থেকে রাজবাড়িতে তার কর্মস্থলে চলে যায়। এরপরই সে খবর পায় বড় ভাই থাকা ওই বাসটি দুর্ঘটনায় পড়েছে। সে লিঙ্কনের সঙ্গে কথা বলতে তার নম্বরে কল দেয়। ফোনটি একজন রিসিভ করে তাকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে এবং জানায় ফোনটির মালিক সম্ভবত মারা গেছে। এরপর সে রাজবাড়ী থেকে ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, আমরা দুপুর ১২টার দিকে তার মৃত্যু নিশ্চিত হলেও বাবাকে জানাই দুপুর দেড়টার দিকে। মাকে ঘটনা জানাইনি। কিন্তু লোকজনে বাড়ি ভরে যাওয়ার পর মায়ের মন বুঝতে বাকি রাখে না। তিনি কান্নায় ভেঙে পড়ে আর বারবার মূর্ছা যাচ্ছেন। টুটপাড়ার ৯ নম্বর কবি নজরুল সড়কের ৩ তলার বাসায় লিঙ্কন তার বাবা মায়ের সাথেই থাকতেন।

উল্লেখ্য, রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

/এফআর/
টাইমলাইন: শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
২০ মার্চ ২০২৩, ০১:৫৯
বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরেছেন ছোট ভাই
১৯ মার্চ ২০২৩, ১৯:৩৩
সম্পর্কিত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
টাঙ্গাইলের সড়কে পিকআপভ্যানের চালকসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ