X
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯

থামছে না লাশ নিতে আসা স্বজনদের কান্না-আর্তনাদ

মাদারীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ২৩:০৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৪৯

মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের হাহাকার আর আর্তনাদে এক করুণ পরিবেশ সৃষ্টি হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রবিবার (১৯ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে স্বজনরা আসতে শুরু করেন হাসপাতালে। শনাক্তের পর বুঝে নিচ্ছেন স্বজনের লাশ। অ্যাম্বুলেন্সে করে রওনা দিচ্ছেন বাড়ির পথে।

দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুম খোলা হয়। সেখান থেকে বিকাল পর্যন্ত ১৬ জনের মরদেহ বুঝে নিয়েছেন স্বজনরা।

এদিকে,  শনাক্তের পর বাবার লাশ নিতে এসে সন্তানের আহাজারি, স্বামীর জন্য স্ত্রীর আর্তনাদ, সন্তানের জন্য পিতা-মাতার, ভাইয়ের জন্য ভাইয়ের চিৎকার আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। ভারাক্রান্ত হয়ে পড়েন আশেপাশের মানুষ, হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা।

মরদেহ বুঝে নিতে আসা স্বজনদের ভিড় গোপালগঞ্জের সজীব শেখের মরদেহ শনাক্ত করেন তার ভাই ইমরান। ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপ‌জেলার অনন্তপুর গ্রা‌মের জা‌হিদ খানের মরদেহ শনাক্ত করেন ছেলে রাতুল খান। বাবাকে হারানো বেদনায় বারবার মূর্ছা যান তিনি।

গোপালগঞ্জ থেকে এসেছিলেন নিহত মোস্তাকের স্ত্রী জোনাকি বেগম। স্বামীর লাশ শনাক্তের পর নির্বাক হয়ে যান তিনি। দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে এসেছিলেন। মায়ের কান্নার সঙ্গে কাঁদছিল তারাও। আহাজারি করতে করতে বলছিলেন, ‘আমার সব শ্যাষ হইয়া গেলো। আমার ছোট ছোট দুই পোলারে এতিম কইরা ওনি চইল্লা গেলো। ওগো আমি কী বুঝ দিমু। আল্লাহ আমার মরণ দিলো না ক্যান? আমার স্বামীকে তোমরা ফিরাইয়া দাও।’

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, ‘হাসপাতালে কান্না আর আহাজারি। শোকে স্তব্ধ চারপাশ। স্বজন হারানোদের কান্না আমাদেরও স্পর্শ করে গেছে। আশেপাশের অনেকেই হাসপাতালে ছুটে গেছেন দেখতে। মর্মান্তিক এ দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় আমাদের চোখেও পানি চলে আসে। খুবই হৃদয় বিদারক!’

এদিকে রবিবার বিকালে শেষ হয় উদ্ধার অভিযান। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, বাসের মধ্যে আর কোনও মরদেহ না থাকায় বিকালে সমাপ্ত ঘোষণা করা হয় উদ্ধার অভিযান। শিবচরে নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন। তবে সন্ধ্যার দিকে আরও একজনের মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

 
/এমএএ/
টাইমলাইন: শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
১৯ মার্চ ২০২৩, ২৩:০৬
থামছে না লাশ নিতে আসা স্বজনদের কান্না-আর্তনাদ
১৯ মার্চ ২০২৩, ১৯:৩৩
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৩৪ মামলা
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৩৪ মামলা
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্রাম আদালতসহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৭৩০ কোটি টাকা
গ্রাম আদালতসহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৭৩০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!