X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খুলনা-মোংলায় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

খুলনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ২২:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২২:৫৬

খুলনা-মোংলা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় ফুলতলা স্টেশন থেকে মোংলা বন্দরের উদ্দেশে ট্রেন যাত্রা শুরু হয়। এ সময় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামানসহ রেলের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক বলেন, ‌‘সোমবার বিকালে খুলনার ফুলতলা থেকে ছেড়ে মোংলা বন্দর পর্যন্ত নির্মিত নতুন রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বুধবার (০১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ভার্চুয়ালি এই রেলপথ উদ্বোধন করবেন। এর ফলে ভারত, নেপাল ও ভুটান বাণিজ্যিকভাবে যুক্ত হবে বাংলাদেশের সঙ্গে। এতে আরও গতিশীল হবে মোংলা বন্দর।

প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, ‘খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পে ব্যয় হয়েছে চার হাজার ২৬০ কোটি টাকা। প্রকল্পের কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে।’

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম বলেন, ‘খুলনা-মোংলা রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। এটি চলাচলের জন্য পুরোপুরি উপযোগী হয়েছে। সোমবার বিকাল ৪টায় ফুলতলা থেকে ট্রেন ছাড়ার পর বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ ও গতি হ্রাস-বৃদ্ধির মধ্য দিয়ে ট্রেনটি সন্ধ্যা ৭টায় মোংলা বন্দরে পৌঁছে। রুটের কোথাও কোনও সমস্যা আমরা পাইনি। ফলে বলা যায়, ট্রেন চলাচলের জন্য রেললাইন পুরোপুরি প্রস্তুত।’ 

তিনি আরও বলেন, ‘আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর এই পথে ট্রেন চলাচল শুরু হবে।’

প্রকল্পের সহকারী প্রকৌশলী রফিকুল হক বলেন, ‘আজ রেললাইনে ট্রেন চলাচলের বিষয়ে রবিবার (২৯ অক্টোবর) মোটর ট্রলিতে করে মাইকিং করা হয়েছিল। রেললাইনের দুই পাশের বাসিন্দাদের সচেতন থাকতে এ মাইকিং করা হয়। ফলে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ফুলতলা থেকে মোংলায় গেছে ট্রেন।’

/এএম/
সম্পর্কিত
চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ছিনতাইকারীরা
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
সর্বশেষ খবর
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়