X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ঈদ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, স্ত্রী-সন্তান হাসপাতালে

যশোর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ২০:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২১:৪৯

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা ও আরেক মেয়েসহ তিন জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে শহরের পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার মুজগুন্নী এলাকার মো. রুবেল হোসেন (৩৪) ও তার মেয়ে ঐশী আক্তার (১০)। আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন আক্তার (২৮) ও তাদের সাড়ে চার বছর বয়সী মেয়ে তায়েবা আক্তার এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান গণি (১৯)।

আহত জেসমিন আক্তার জানিয়েছেন, তার বাবার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে মোটরসাইকেলে স্বামীর বাড়ি খুলনার মুজগুন্নী যাওয়ায় পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে দুর্ঘটনার শিকার হন। ঈদের ছুটিতে তারা বহিলাপোতা গ্রামে গিয়েছিলেন। আজ সেখান থেকে খুলনায় ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্যদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকেও মৃত ঘোষণা করেন। রুবেলের স্ত্রী, আরেক মেয়ে ও একজন পথচারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথচারী ওসমানকে ধাক্কা দেয়। তখন স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বাবা রুবেল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঐশীর মা ও বোনসহ তিন জন চিকিৎসাধীন আছেন। তবে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। তারা বাবা-মেয়ে। বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
সর্বশেষ খবর
বিপিএলে দল নির্বাচন আগস্টে, অক্টোবরে প্লেয়ার্স ড্রাফট
বিপিএলে দল নির্বাচন আগস্টে, অক্টোবরে প্লেয়ার্স ড্রাফট
মিয়ানমারকে হারিয়ে বাটলার ও ঋতুপর্ণা যা বললেন
মিয়ানমারকে হারিয়ে বাটলার ও ঋতুপর্ণা যা বললেন
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার