X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যুবলীগ নেতা হলেন জুলাইযোদ্ধা, পেলেন অনুদান, তদন্তে কমিটি

খুলনা প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১০:৩৮আপডেট : ১৯ মে ২০২৫, ১০:৩৮

ছাত্র-জনতার জুলাই আন্দোলনকালে শিক্ষার্থীদের ধাওয়ায় আহত বহিষ্কৃত যুবলীগ নেতা মিনারুল ইসলাম হলেন জুলাইযোদ্ধা। তিনি জুলাইযোদ্ধা হিসেবে অনুদানও পেয়েছেন। গত ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জুলাইযোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পেলেই অনুদানের অর্থ ফেরত নেওয়া হবে। প্রকৃতপক্ষে অভিযুক্ত মিনারুল ইসলামের নামটি মন্ত্রণালয় থেকে এসেছিল।’

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদস্য হিসেবে পুলিশ সুপার ও সিভিল সার্জনের প্রতিনিধি, ইউএনও (তেরখাদা), দুজন ছাত্র প্রতিনিধি ও সদস্যসচিব হিসেবে রয়েছেন সহকারী কমিশনার (সাধারণ শাখা)। ৭ কার্যদিবসের মধ্যে এ তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবেন। এ প্রতিবেদন জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

জানা গেছে, মিনারুল ইসলাম তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। গত বছর ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে খুলনার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন মিনারুল। তার চেকপ্রাপ্তির ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, আহত জুলাইযোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ খুলনার ৬৩ জনের নামে চেক এসেছে। তাদের মধ্যে ৫০ জন এক লাখ টাকার চেক নিয়েছেন। গত ১৪ মে খুলনার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়। পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তার আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে।

তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান বলেন, ‘তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মিনারুল ইসলাম। ২০২৩ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাকে বহিষ্কার করা হয়। জুলাই আন্দোলনের সময় সে মধুপুরের বাড়িতেই ছিল। ৪ আগস্ট খুলনায় দলীয় কার্যালয়ে সমাবেশে যোগ দিতে যায়। সেখানে পালাতে গিয়ে টিনের চালে ঝাপ দিলে পায়ে কী সমস্যা হয়েছে বলে শুনেছিলাম।’

গত বছর ৪ আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ে ছিলেন খুলনা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। তিনি বলেন, ‘৪ আগস্ট মিনারুল আমাদের সঙ্গেই ছিল। ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সে কার্যালয় থেকে লাফিয়ে পড়ে আহত হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসার জন্য ভারত যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার
৯ মাস পর নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো
সর্বশেষ খবর
আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে
আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে
স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্রমিকনেতারা
কর্মকর্তারা এখনও শ্রম ভবনে ঢুকতে পারেননিস্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্রমিকনেতারা
নুসরাত ফারিয়া সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নুসরাত ফারিয়া সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ