X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনার লাশপ্রতি ৩০০ টাকা নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১৭:০৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:০৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় মৃত প্রতিটি লাশের জন্য তিনশ’ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ এনেছেন লাশবহনকারী সাত ব্যক্তি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতালের পরিচালক।  

শনিবার (৭ আগস্ট) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর, হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান ডা. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন– হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকী ও মেডিক্যাল অফিসার ডা. প্রজ্ঞা নন্দ নাথ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, ‘গত ২৯ জুলাই লাশবহনকারী রুবেল, হুরমুজ, মানিক মিঞা, জামাল, মো. হিরা, শামসু ও কামাল নামে সাত ব্যক্তির একটি আবেদন পাওয়া গেছে। আবেদনে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হককে করোনার লাশের জন্য তিনশ’ টাকা দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমলে নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।’ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

কমিটির সদস্য ডা. প্রজ্ঞা নন্দ নাথ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করে রিপোর্ট হাসপাতালের পরিচালক স্যারের কাছে জমা দেওয়া হবে।’

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় মারা যাওয়া প্রতিটি লাশ বহনের জন্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হককে দিতে হয় ৩০০ টাকা– এমন অভিযোগ এনে এর বিচার চেয়ে পরিচালক বরাবর গত ২৯ জুলাই আবেদনপত্র জমা দিয়েছিলেন বেসরকারি লাশ বহনকারী সাত ব্যক্তি। আবেদনের সঙ্গে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয় প্রশাসনিক কমকর্তার বিরুদ্ধে।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আরও ২১ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি