X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৮:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:২৩

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ে পরীক্ষা দিতে এসে বখাটের ছুরির আঘাতে একাদশ শ্রেণির এক ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ রোডে এই ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবারের অভিযোগ, উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) এই হামলা করেছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীর বাবা দাবি করেন, গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা বখাটে জাহিদ ও তার বন্ধুরা রিকশার গতিরোধ করে। রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে জাহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাম গালে তিনটি আঘাত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। বিষয়টি পরিবারকে জানালে কলেজছাত্রীর বাবা জাহিদের বাবাকে জানান এবং তার মেয়ে যেন এই অত্যাচার থেকে রক্ষা পায় সে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এরপর থেকে জাহিদ প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এই কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার জন্য ছুটির দিনেও পরীক্ষা নেওয়া হচ্ছিল।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক