X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৮:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:২৩

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ে পরীক্ষা দিতে এসে বখাটের ছুরির আঘাতে একাদশ শ্রেণির এক ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ রোডে এই ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবারের অভিযোগ, উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) এই হামলা করেছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীর বাবা দাবি করেন, গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা বখাটে জাহিদ ও তার বন্ধুরা রিকশার গতিরোধ করে। রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে জাহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাম গালে তিনটি আঘাত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। বিষয়টি পরিবারকে জানালে কলেজছাত্রীর বাবা জাহিদের বাবাকে জানান এবং তার মেয়ে যেন এই অত্যাচার থেকে রক্ষা পায় সে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এরপর থেকে জাহিদ প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এই কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার জন্য ছুটির দিনেও পরীক্ষা নেওয়া হচ্ছিল।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান চলছে।’

/এফআর/
সম্পর্কিত
নূরুল হুদাকে আটকের সময় মব, আইনশৃঙ্খলার কেউ জড়িত থাকলে ব্যবস্থা: উপদেষ্টা
স্ত্রীর লাথিতে স্বামী নিহত, শিশুসন্তানসহ কারাগারে নারী
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
রাহাত-রুবাইয়াতের গান: রেকর্ডিং দুবাই, ভিডিও লন্ডনে
রাহাত-রুবাইয়াতের গান: রেকর্ডিং দুবাই, ভিডিও লন্ডনে
২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে
২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে
বাণিজ্য সহজ করতে সব সেবা এক জায়গায় আনার পরামর্শ
এফবিসিসিআই’র সঙ্গে বিশ্বব্যাংক মিশনের বৈঠকবাণিজ্য সহজ করতে সব সেবা এক জায়গায় আনার পরামর্শ
সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়
সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা