X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

বিলুপ্তপ্রায় ছোট মাছ সংরক্ষণে ভূমিকা রাখছে ‘লাইভ জিন ব্যাংক’

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০

বিলুপ্তপ্রায় সব দেশীয় ছোট মাছ খাবারের টেবিলে ফিরিয়ে আনতেই ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। দেশের মিঠা পানির ২৬০টি প্রজাতির মাছের মধ্যে ১৪৩ প্রজাতির ছোট মাছ রয়েছে।

এর মধ্যে বিএফআরআই-এর লাইভ জিন ব্যাংকে ১১২ প্রজাতির দেশীয় ছোট মাছ সংরক্ষণ করা হয়েছে। ১৪৩ প্রজাতির ছোট মাছের মধ্যে দেশে বিলুপ্তপ্রায় মাছের সংখ্যা ৬৪টি।

তারা বিলুপ্তপ্রায় ও দেশীয় মাছের ওপর গবেষণা চালিয়ে ইতোমধ্যে ৪০ প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে রয়েছে পাবদা, গুলশা, টেংরা, গুজি আইর, চিতল, ফুলি, মহাশোল, বৈরালী, বালাচাটা, গুতুম, কুচিয়া, ভাগনা, খলিসা,  গজার, রানী, বাতাসি, পিয়ালী অন্যতম। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারিত হওয়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের প্রাপ্যতা সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে এবং মাছের মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে।

বিএফআরআই এর তথ্যমতে, ২০০৮-২০০৯ সালে চাষের মাধ্যমে দেশীয় ছোট মাছের উৎপাদন ছিল ৬৭ হাজার ৩৪০ মেট্রিক টন যা ২০২০-২১ অর্থবছরে দুই লাখ ৬১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়। এর ফলে গত ১২ বছরে দেশে ছোট মাছের উৎপাদন বেড়েছে চার গুণ।

দেশের মৎস্য উৎপাদনে দেশীয় ছোট মাছের অবদান ৩০-৩৫ শতাংশ। দেশীয় মাছের চাষাবাদ বৃদ্ধি পাওয়া বর্তমানে হ্যাচারিতে দেশীয় মাছের পোনা ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে। পোনা প্রাপ্তি সহজতর হওয়ায় বর্তমানে মাঠ পর্যায়ে পাবদা গুলসার সিং, টেংরা, মাগুর ও কৈ মাছ ব্যাপক হারে চাষ হচ্ছে। ইদানিং বৈরালি, মেনি ও বাটা মাছের চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বিএফআরআই-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, দেশীয় মাছ খাবার টেবিলে ফিরিয়ে দিতেই ২০২০ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করে। দেশীয় মাছ লাইভ জিন ব্যাংকে সংরক্ষণ করে বিজ্ঞানীরা গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে। সব দেশীয় মাছকে পুনরুদ্ধার করার জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে বিলুপ্তপ্রায় সব দেশীয় মাছকে পর্যায়ক্রমে খাবার টেবিলে ফিরিয়ে আনায় এসব গবেষণার মূল উদ্দেশ্য।

/এফআর/
সম্পর্কিত
এক জালে ধরা পড়লো ২৭টি মেদ মাছ, লাখ টাকায় বিক্রি
জামাই মেলায় মানুষের ভিড়, একদিনে কোটি টাকার মাছ বিক্রি
সবজির দাম নিম্নমুখী, কমেছে পেঁয়াজের দামও
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড