X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিলুপ্তপ্রায় ছোট মাছ সংরক্ষণে ভূমিকা রাখছে ‘লাইভ জিন ব্যাংক’

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০

বিলুপ্তপ্রায় সব দেশীয় ছোট মাছ খাবারের টেবিলে ফিরিয়ে আনতেই ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। দেশের মিঠা পানির ২৬০টি প্রজাতির মাছের মধ্যে ১৪৩ প্রজাতির ছোট মাছ রয়েছে।

এর মধ্যে বিএফআরআই-এর লাইভ জিন ব্যাংকে ১১২ প্রজাতির দেশীয় ছোট মাছ সংরক্ষণ করা হয়েছে। ১৪৩ প্রজাতির ছোট মাছের মধ্যে দেশে বিলুপ্তপ্রায় মাছের সংখ্যা ৬৪টি।

তারা বিলুপ্তপ্রায় ও দেশীয় মাছের ওপর গবেষণা চালিয়ে ইতোমধ্যে ৪০ প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে রয়েছে পাবদা, গুলশা, টেংরা, গুজি আইর, চিতল, ফুলি, মহাশোল, বৈরালী, বালাচাটা, গুতুম, কুচিয়া, ভাগনা, খলিসা,  গজার, রানী, বাতাসি, পিয়ালী অন্যতম। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারিত হওয়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের প্রাপ্যতা সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে এবং মাছের মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে।

বিএফআরআই এর তথ্যমতে, ২০০৮-২০০৯ সালে চাষের মাধ্যমে দেশীয় ছোট মাছের উৎপাদন ছিল ৬৭ হাজার ৩৪০ মেট্রিক টন যা ২০২০-২১ অর্থবছরে দুই লাখ ৬১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়। এর ফলে গত ১২ বছরে দেশে ছোট মাছের উৎপাদন বেড়েছে চার গুণ।

দেশের মৎস্য উৎপাদনে দেশীয় ছোট মাছের অবদান ৩০-৩৫ শতাংশ। দেশীয় মাছের চাষাবাদ বৃদ্ধি পাওয়া বর্তমানে হ্যাচারিতে দেশীয় মাছের পোনা ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে। পোনা প্রাপ্তি সহজতর হওয়ায় বর্তমানে মাঠ পর্যায়ে পাবদা গুলসার সিং, টেংরা, মাগুর ও কৈ মাছ ব্যাপক হারে চাষ হচ্ছে। ইদানিং বৈরালি, মেনি ও বাটা মাছের চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বিএফআরআই-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, দেশীয় মাছ খাবার টেবিলে ফিরিয়ে দিতেই ২০২০ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করে। দেশীয় মাছ লাইভ জিন ব্যাংকে সংরক্ষণ করে বিজ্ঞানীরা গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে। সব দেশীয় মাছকে পুনরুদ্ধার করার জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে বিলুপ্তপ্রায় সব দেশীয় মাছকে পর্যায়ক্রমে খাবার টেবিলে ফিরিয়ে আনায় এসব গবেষণার মূল উদ্দেশ্য।

/এফআর/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা শেষ, এখনও চাল পাননি লক্ষ্মীপুর জেলার ২৮ হাজার জেলে
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
জেলি পুশ করা ৫ পিকআপ চিংড়ি মাছ জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ