X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

জামালপুরে কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮

জামালপুরে কলেজছাত্র লিটন (২০) হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে জামালপুর সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন প্রতিদিনের মতো বাড়ি থেকে রাতের খাবার খেয়ে রশিদপুর চৌরাস্তায় চাচার বাড়িতে রাত্রি যাপন করতে যায়। কিন্তু পরের দিন ১৪ জানুয়ারি সকালে পরিবারের লোকজন জানতে পারে লিটন রাতে চাচার বাড়িতে যায়নি। সেদিন বিকালে জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে কলেজছাত্র লিটনের শরীরের বিভিন্ন অংশে কাটা ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই লিটনের বাবা আব্দুস সামাদ অজ্ঞাতনামা আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা করেন। তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লিটন স্থানীয় একটি সমিতির সদস্য ছিল। সেখানে টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৭ জন আসামির মধ্যে ছয় জনের উপস্থিতিতে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

রায়ে ৭ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়াও প্রমাণ লোপাটের দায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো একই এলাকার মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল (৩৫), মিজান (২১) ও মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মজিবর রহমান পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র ও অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও জামিল হোসেন তাপস।

/কেএইচটি/
সম্পর্কিত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জাল তালাকনামা দাখিলে বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে