X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

নিজ জেলায় সংবর্ধনা পেলেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

নিজ জেলা নেত্রকোনায় গণ-সংবর্ধনায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক লোকের সমাগম হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি জানামতে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে কোনও অন্যায় করিনি। তবু আমাকে সাড়ে সতেরো বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।’

তিনি বলেন, ‘আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাকে অভ্যর্থনা জানাবো।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাবর বলেন, ‘অচিরেই নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।’

উপস্থিত জনসমাগমের উদ্দেশে বক্তব্য রাখেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনে সুযোগ হলে নেত্রকোনার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।’

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় গণ-সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে লুৎফুজ্জামান বাবর জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
‘কাতারের আমিরের দেওয়া বিমানে দেশে ফিরছেন খালেদা জিয়া’
সর্বশেষ খবর
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন