মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া ইকোপার্ক এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে একটি মায়া হরিণ মানুষের ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে মুরইছড়ার পাশ্ববর্তী বুধপাশা গ্রামে আসলে স্থানীয় লোকজন হরিণটিকে আটক করে।
জানা গেছে, মায়া হরিণটি গ্রামে নেমে এলে স্থানীয় কিশোররা সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের বাড়ি কাছ থেকে অক্ষত অবস্থায় ধরে ফেলে।
পরে আব্দুল কাদির খবর পেয়ে মায়া হরিণটি নিয়ে মুরইছড়া ফরেস্টের বিট অফিস কর্মকর্তা মো. জসিম উদ্দিন এর কাছে হস্তান্তর করেন।
মুরইছড়া বিট অফিসার মো. জসিম উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে মায়া হরিণটি ইকোপার্ক এলাকায় অবমুক্ত করা হবে।
আরও পড়ুন:
যশোরে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
দামুড়হুদায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম
সাতক্ষীরায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
/টিএন/
আপ - /এসএ/