X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

'ডিজিটাল যুগের স্বাদ ভোট দেওয়ার ক্ষেত্রেও পেলাম'

মো. আনোয়ার হোসেন, রাজশাহী থেকে
৩০ জুলাই ২০১৮, ১৫:০১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪০

ইভিএম কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৩৮ কেন্দ্রের মধ্যে দুইটি কেন্দ্রে  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। রাসিক নির্বাচনে প্রথমবারের মতো এই পদ্ধতিতে ভোট হয়েছে। তবে ইভিএম-এ ভোট দিতে কোনও ঝামেলা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা।

নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন বিবি হিন্দু একাডেমিতে ইভিএমের দুইটি কেন্দ্র। এরমধ্যে পুরুষ ১৬৩৭ ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪০০ এবং নারী ১৭৪৮ ভোটারের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৬২৫ জন ভোট দিয়েছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব তরুণ সরকার বলেন, ‘প্রথমবারের মতো ইভিএম মাধ্যমে ভোট দিলাম। চমৎকার পদ্ধতি। ভুল হলেও বাতিল করার পদ্ধতি থাকছে। ডিজিটাল যুগের স্বাদটা আমরা ভোট প্রদান করার ক্ষেত্রেও পেলাম।’

রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) এমপি ফারুক চৌধুরীও এই কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, ‘এক কথায় চমৎকার এবং সহজ ও দ্রুততার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

ইভিএম কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটার তিনি বলেন, ‘নতুন পদ্ধতি বুঝতে অসুবিধা হবে অনেকের। তাই ধাপে ধাপে এই পদ্ধতি চালুর পরিমাণ বাড়াতে হবে।’

প্রথম ইভিএমে ভোট দেওয়ার পর নারী ভোটার মৌলি ও পারুল পারভীন জানান, খুব সহজ মনে হয়েছে। আর বুঝতে না পারলে সহকারী প্রিসাইডিং অফিসাররা সহযোগিতা করছে। আবার আগে গিয়ে আমাদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে লিফলেট প্রদান করেছেন।

জয় প্রকাশ নামে এক ভোটার বলেন, ‘এই পদ্ধতিতে ভোট দেওয়ার আগে আশঙ্কা ছিল। কিন্তু বুঝিয়ে দেওয়ার পর তা একেবারে সহজ মনে হয়েছে। আমি প্রথম এই পদ্ধতিতে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। কারণ, সিল মারার প্রয়োজন পড়ছে না। আবার আমার ভোটটা অন্য কেউ দিতে পারবে না। ঠিকঠাকভাবে ব্যালটে সিল মারতে না পরলে আগে যেমন নষ্ট হয়ে যেতো। এই পদ্ধতিতে তা হচ্ছে না।’

ইভিএম কেন্দ্র

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত কুমার প্রাং এবং নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ‘আমরা ভোটের দুই দিন আগে এই কেন্দ্রে মক ভোটিংয়ের (মহড়া) ব্যবস্থা করেছিলাম। যেখানে এই এলাকার ভোটাররা অন্য প্রতীকে ভোট দেওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিল। ফলে তাদের কোন সমস্যা হয়নি।’

আরও পড়ুন- 

রাজশাহীতে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

 ভোটকেন্দ্রে বুলবুলের অবস্থান

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা