X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় সস্ত্রীক কলেজ শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বরগুনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১

বরগুনা বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে তালতলী উপজেলা শহরের কলাবাগান এলাকার নিজবাড়িতে এ ঘটনা ঘটে।  স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় রবিবার দুপুরে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে তালতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বরে মানববন্ধন করেছেন।

আহত দুজন হলেন– তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) এবং তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)।

স্থানীয়রা জানান, মধ্যরাতের পর একদল দৃর্বৃত্ত ঘরে ঢুকে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। বাসায় তারা দুজনই থাকতেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই দম্পতির মেয়ে আসিয়া আক্তার রেশমা জানান, কী কারণে কারা কুপিয়ে জখম করেছে, তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে কিনা তা বাবা-মা সুস্থ হওয়ার পর জানা যাবে।’

ওসি জানান, এ হামলার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়