হবিগঞ্জের চুনারুঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে চুনারুঘাট পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর যুবকের নাম আব্দুল জাহির। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তদন্ত সাপেক্ষে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিককে গ্রেফতার করায় উপজেলা সাংবাদিক ফোরাম ও জেলা সাংবাদিক ফোরামসহ সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।