X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৯

ইউএনও ওয়াহিদার ওপর হামলার মামলা



ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় আরও দু'জনকে আটক করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর মধ্যে নতুন করে আটক করা হয়েছে ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী অরশোলা হেমরম।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছি তাদের কাছে যেসব তথ্য পাচ্ছি তা তদন্ত কর্মকর্তাকে অবগত করছি। এখনও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালকসহ আরও দুজনকে আটক করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এ তথ্য নাকচ করে দিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি। ওসি আমিরুল বাংলা ট্রিবিউনকে এ প্রশ্নের জবাবে বলেন, আমরা নতুন করে আর কাউকে আটক করিনি।
এ মামলায় এখন পর্যন্ত যে ৭ জনকে আটক করা হয়েছে তারা হচ্ছেন ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী অরশোলা হেমরম, ইউএনওর বাসার গৃহকর্মী জোবাইদা বেগম (৩৮), শাহাজাহান ও সোহেল রানা, প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম, ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির ও মামলার অন্যতম আসামি রঙমিস্ত্রি শান্টু কুমারের আত্মীয় শ্যামল চন্দ্র। এদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাম জাফর বলেন, এখন পর্যন্ত আমরা আসাদুল, নবিরুল ও সান্টু ছাড়া অন্য কাউকে আটক করিনি।
অপরদিকে ঘটনা তদন্তে রংপুর বিভাগীয় কমিশনারের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও ৫ দিনেও এ কমিটির কার্যক্রম শুরু হয়নি। ঘটনার পর গত ৩ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা এই কমিটি গঠন করেছিলেন। ওই কমিটির প্রধান করা হয়েছে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনকে। অপর দুই সদস্য হলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ মাহমুদ ও পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজির একজন প্রতিনিধি।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও বিভাগীয় তদন্ত কমিটির সদস্য আসিফ মাহমুদ জানান, কমিটি হওয়ার বিষয়টি অবগত হলেও কমিটির তদন্ত কার্যক্রম শুরুর ব্যাপারে আহ্বায়কের কাছ থেকে কোনও নির্দেশনামূলক চিঠি পাননি।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন (সার্বিক) মোবাইল রিসিভ করেননি।

আরও পড়ুন-

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে আটক

ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের 

‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’

আগেও হামলা চালিয়েছে যুবলীগের জাহাঙ্গীর ও আসাদুল!

ইউএনও ওয়াহিদার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক

ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ