X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বন্যায় তলিয়ে গেছে প্রায় ৩ হাজার হেক্টর ফসলি জমি

নাটোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৮

পানিতে তলিয়ে গেছে ধান খেত (প্রতীকী ছবি) উজান থেকে নেমে আসা পানিতে নাটোরে বন্যা পরিস্থির চরম অবনতি হয়েছে। ইতোমধ্যেই ডুবে গেছে দুই হাজার ৯৬৪ হেক্টর জমির ফসল। কৃষি বিভাগ বলছে, বন্যার এই পানি নামতে দেরি হলে রবি ফসল বিলম্বিত হবে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এই বন্যার পানিবৃদ্ধি গত ১৫ থেকে ২০ বছরের রেকর্ড অতিক্রম করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, সকাল থেকে নলডাঙ্গায় বারনই নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার জানান, চলমান বন্যায় জেলার সিংড়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর বাইরে নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলায় আংশিক ক্ষতি হয়েছে। বন্যায় জেলায় মোট দুই হাজার ৯২৮ হেক্টর রোপা আমন ধান, ৩৪ হেক্টর সবজি ও দুই হেক্টর মাশকলাই ডুবে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলমান বন্যায় শত শত পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। দ্রুতই ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যেই মাধনগর, পিঁপরুল ও খাজুরা ইউনিয়ন পুরোটাই পানিবন্দী। অপরদিকে ব্রক্ষ্মপুর ইউনিয়নে আংশিক ক্ষতির মুখে পড়েছে। উপজেলার ২২টি আশ্রয়কেন্দ্রে পানিবন্দী পরিবার আসতে শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ মেট্রিক টন চাল চাওয়া হয়েছে। চাল আসলেই বন্যার্তদের দেওয়া হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, শেরকোল, তাজপুর, কলম, লালোড় ও চামারী ইউনিয়ন ছাড়াও পৌর এলাকার সকল মানুষই পানিবন্দী। বাড়িঘরে পানি ওঠা ছাড়াও সকল রাস্তার ওপর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যেই ২৩টি আশ্রয়কেন্দ্রে মোট ৬৪২ পরিবার উঠেছে। বন্যার্ত পরিবারগুলোকে ২৫ টন চাল দেওয়ার প্রক্রিয়া চলছে।

/এনএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা