X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল রাব্বির

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
২৯ মার্চ ২০১৯, ২২:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:৪৩

আমির হোসেন রাব্বি শবে বরাতের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল আমির হোসেন রাব্বির (৩০)। কিন্তু, তা আর হয়নি। ঢাকার বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় তিনি মারা গেছেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে ১০টায় রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের বাতাস। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যান।

রাব্বির স্বজনরা জানান, আগামী শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল তার। বাড়িতে পাকা ঘর করার জন্য ইটের স্তূপ করে রাখা হয়েছে। ২০১৪ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স শেষ করে তিনি ঢাকার ইকু লাইন বায়িং হাউজে কর্মজীবন শুরু করেন।  আমির হোসেন আইয়ুব হোসেন ও রত্না খাতুনের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় থাকতেন রাব্বি।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সাঁথিয়ার ইউএনওকে সেখানে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে চরপাড়া কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যালের মর্গে রাব্বির বন্ধু গিয়াস উদ্দিন তার মরদেহ শনাক্ত করেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।

আরও পড়ুন: 

আমাকে মাফ করে দিও!

লালমনিরহাটে আবিরের দাফন সম্পন্ন

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

এফ আর টাওয়ারে নিহত চাঁদপুরের তিনজনের দাফন সম্পন্ন

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ