X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্যানারে জাতীয় নেতার ছবি না থাকায় রাবি ছাত্রলীগের সভায় হাতাহাতি

রাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ০১:২৫আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪:৩৯

ধাক্কাধাক্কি, উত্তেজনা, স্লোগান ও পাল্টা স্লোগানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্ধিত সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলন শুরু হয়।

তবে সম্মেলন শুরুর কিছু সময় পর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বর্ধিত সভার ব্যানারে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ছবি না রাখাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে, সভায় বিরতি দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর নতুন ব্যানার নিয়ে সভা শুরু হলে ছাত্রলীগের একাংশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চের হল সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বর্ধিত হল সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্না। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাছান নয়ন ও সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস এবং সহ-সম্পাদক আহসান হাবীব বাপ্পী। 

সভা শুরুর কিছুক্ষণ পর ছাত্রলীগের একাংশ অডিটোরিয়ামে ঢুকে শাখা ছাত্রলীগের সম্মেলন দাবি করেন। পরবর্তী সময়ে প্রধান অতিথির বক্তব্য দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আনিকা ফারিয়া জামান সভাস্থল ত্যাগ করেন। এরপর ব্যানার ইস্যুতে সভায় উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সভায় বিরতি দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের শীর্ষ এক নেতা বলেন, ব্যানারে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ছবি ছিল না। রাজশাহী তথা উত্তরবঙ্গের আওয়ামী লীগের রাজনীতির প্রাণপুরুষ কামারুজ্জামানের ছবি না থাকায় আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি, এই ব্যানারে সভা চললে থাকবো না।

রাত সোয়া ৯টার দিকে ব্যানার নিয়ে আসা হয়। এরপরই শাখা ছাত্রলীগের একাংশ এএইচএম খায়রুজ্জামানের পক্ষে স্লোগান দিতে থাকে। মিনিট পাঁচেক পর কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপসসহ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাদের অনুসারীদের নিয়ে টিএসসিসি থেকে বের হয়ে যান। ব্যানারে জাতীয় নেতার ছবি না থাকায় রাবি ছাত্রলীগের সভায় হাতাহাতি

এদিকে, ব্যানারে কামারুজ্জামানের ছবি না রাখায় জাতির কাছে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক  ফয়সাল আহমেদ রুনুকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগের একাংশ। রাত ১০টার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের নেতারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেসবাহুল অভিযোগ করেন, সভার ব্যানারে কামারুজ্জামানের ছবি না থাকার বিষয়টি উদ্দেশ্যমূলক। এজন্য শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লিংকন, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়।

হাতাহাতি ও উত্তেজনা

বর্ধিত সভা শুরুর পর থেকে কয়েক দফায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান অতিথি ফারিহা জামান অর্নার আগমনকে কেন্দ্র করে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়ের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীর ধাক্কাধাক্কি হয়।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিহা জামান। আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তাদের বক্তব্যের মাধ্যমে সভা শেষ করেছি আমরা।

ব্যানারের বিষয়ে তিনি বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে আলোচনা করে ব্যানার তৈরি করেছি। সভা শুরুর কিছু সময় পর আমাদের মনে হয, ভুলবশত জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের ছবিটা ব্যানারে দেওয়া হয়নি। পরে নতুন ব্যানার এনে সভা শেষ করেছি।

/এমপি/এএম/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
৯ দাবিতে রাবি সংস্কার আন্দোলনের দিনব্যাপী অবস্থান কর্মসূচি
রাকসু নির্বাচনের তফসিলসহ ৯ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি