X
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
১৬ চৈত্র ১৪২৯

হংকংয়ে গেলো চাঁপাইয়ের আম্রপালি 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ২৩:১৬আপডেট : ০৮ জুলাই ২০২২, ২৩:১৬

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্বিতীয়বারের মতো হংকংয়ে আম পাঠানো হয়েছে। বুধবার (৬ জুলাই) এক মেট্রিকটন আম্রপালি আম রফতানির জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে বিমানযোগে আমের সেই চালান যায় হংকংয়ে।

জেলার উৎপাদিত এবং জিআই স্বীকৃতিপ্রাপ্ত খিরসাপাত, ল্যাংড়া এবং সদ্য জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে প্রবেশ করেছে ৮ বছর আগেই। আমগুলো ইউরোপের বাজারে বেশি জনপ্রিয়তা পায়। আর এ বছর দ্বিতীয়বারের মতো হংকংয়ের বাজারে আম্রপালি রফতানির মধ্য দিয়ে বিদেশের বাজার আরও প্রসারিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম চাষি আহসান হাবিব ও তার ছোটভাই খোকন এই আম রফতানি করেছেন। সম্প্রতি রাশিয়া ও সুইজারল্যান্ডে ল্যাংড়া ও খিরসাপাত আমও পাঠিয়েছেন তারা।  

আম চাষি ও উদ্যোক্তা আহসান হাবিব বলেন, ‘আমরা গ্যাপ (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) অনুসরণ করে মুকুলের সময় থেকেই এমনভাবে আমের পরিচর্যা করি যা বিদেশে রফতানিযোগ্য এবং আমাদের উৎপাদিত আমগুলো সম্পূর্ণ নিরাপদ, বিষমুক্ত এবং প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়।’

তবে এই আম চাষি অভিযোগ করেন, ‘নানা প্রতিকূলতায় গতবারের মতো এবারও বেশি আম রফতানি করা সম্ভব হচ্ছে না। কারণ আমরা প্রধানত রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আম বিদেশে পাঠাই। কিন্ত এ বছর আমাদের কাছ থেকে  আম কিনছে না রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। আমরা জানতে পেরেছি, ঢাকার বাদামতলীসহ দেশের বিভিন্ন বাজার থেকে আম কিনে বিদেশে রফতানি করা হচ্ছে। এতে করে আমরা প্রতারণার শিকার হচ্ছি। আমাদের সঙ্গে প্রতরণা করা হচ্ছে। ফলে আমরা যারা রফতানিযোগ্য আম উৎপাদন করেছি, তারা ন্যায্যমূল্য না পাওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ বিষয়ে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। 

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘এ বছর আম্রপালি, ফজলি, খিরসাপাতাসহ প্রায় ৫০ মেট্রিকটন আম ইংল্যান্ড অর্থাৎ- বিলেতের বাজারে পাঠানো হয়েছে। আশা করছি আরও ৩০ মেটিকট্রন আম রফতানি করতে পারবো। আর আমাদের আম ফ্রুট ব্যাগিংকরা যা রফতানিযোগ্য এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, ‘বিদেশে আম রফতানি করতে আম চাষি ও কৃষকদের নানারকম সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত চলতি মৌসুমে ইংল্যান্ড-ইতালিসহ ইউরোপের বেশকিছু দেশে আম রফতানি করা হয়েছে।’

 

/টিটি/
সম্পর্কিত
কেজিতে কুমড়া কিনে ঠকছেন ক্রেতারা?
সুষম সার ব্যবহারে সাশ্রয় হবে ২০ হাজার কোটি টাকা
ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল
সর্বশেষ খবর
উদ্বোধনের পর উধাও স্বাস্থ্য সচিবের এলাকার বৈকালিক দুই চিকিৎসক
বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমউদ্বোধনের পর উধাও স্বাস্থ্য সচিবের এলাকার বৈকালিক দুই চিকিৎসক
ভুয়া বিয়ের কাগজ তৈরি করে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
ভুয়া বিয়ের কাগজ তৈরি করে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি ‘চোরের’
পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি ‘চোরের’
ঈদের ১০ দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট
ঈদের ১০ দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট
সর্বাধিক পঠিত
প্রথম আলোর কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার
প্রথম আলোর কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে শিল্পী সংঘের প্রতিবাদ
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা
বাখমুতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন ওয়াগনার প্রধান
বাখমুতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন ওয়াগনার প্রধান
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!
বিচ্ছেদের ধাক্কা, পরিবারের বাধা, তবু হলেন আইটেম গার্ল!