X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সম্মেলনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

জয়পুরহাট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৭:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:৫৫

ধাওয়া পাল্টা-ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কমপক্ষে আট জন হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ধুরুইল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধুরুইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ গফুর মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রাব্বু) ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলীসহ তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সম্মেলনস্থলে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সম্মেলনে উপস্থিত হলে উভয় গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাধে।

সম্মেলনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

এদিকে, এই ঘটনার মধ্যদিয়ে জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম। সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন মাস্টারের নাম ঘোষণা করেন তিনি।

পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রাব্বু) বলেন, তারা আমাদের নেতাকর্মীদের বাদ দিয়ে নিজেরা কমিটি গঠন করছেন। এই কারণে আমাদের নেতাকর্মীদের নিয়ে সম্মেলনে অবস্থান করছিলাম। এই সময় তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কমপক্ষে ৮/১০ কর্মী সমর্থক আহত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম বলেন, যেহেতু জেলা-উপজেলা বিএনপির নীতিনির্ধারকরা সভাস্থলে আছেন। সেখানে তারা (প্রতিপক্ষ) এসে মঞ্চ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন মাস্টারের নাম ঘোষণা করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, শুক্রবার দুপুরে ধুরুইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুসুম্বা ইউনিয়ন বিএনপির সম্মেলন ছিল। সেখানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায়  যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক