X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় শিক্ষক হাজিরা খাতা সভাপতির বাড়িতে 

বগুড়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ০২:০৩আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:১১

বগুড়ার সারিয়াকান্দিতে পছন্দের প্রার্থীকে মাদ্রাসায় নিয়োগ না দেওয়ায় সভাপতি সুলতান মাহমুদ রুবেলের বিরুদ্ধে শিক্ষক হাজিরা খাতা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রতিকার পেতে মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম সোনাতলা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর বোর্ডের ডিজির প্রতিনিধি পরীক্ষার ফল ঘোষণা করেন। ফলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ রুবেলের পছন্দের প্রার্থী ফেল করেন।

পরে সভাপতি তার লোকজনকে পাস করিয়ে দিতে মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলমকে চাপ দেন। সুপার এ ব্যাপারে ডিজির প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলেন। এতে সভাপতি সুলতান মাহমুদ রুবেল ক্ষিপ্ত হন। তিনি গত ১৩ অক্টোবর মাদ্রাসায় এসে সুপারকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি শিক্ষক হাজিরা খাতা বাড়িতে নিয়ে যান।

ফলে গত কয়েকদিন ধরে শিক্ষকরা তাদের হাজিরা খাতায় স্বাক্ষর দিতে পারছেন না। এতে মাদ্রাসার শিক্ষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে সুপার এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি কাছে লিখিত অভিযোগ দেন।

মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি জোরপূর্বক ও অন্যায়ভাবে শিক্ষক হাজিরা খাতা নিয়ে গেছেন। এতে প্রতিষ্ঠানের শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর দিতে পারছেন না। উল্টো সভাপতি আমাকে শোকজ করেছেন। 

অভিযোগ প্রসঙ্গে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ রুবেল বলেন, মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম সবসময় নিজের ইচ্ছামতো কাজ করেন। শিক্ষক হাজিরা খাতা বাড়িতে নিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে বলেন, শিক্ষক হাজিরা খাতা মাদ্রাসায় দিয়ে আসা হবে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

/এএম/ইউএস/
সম্পর্কিত
‘দুর্নীতিবাজ’ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫