X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাঠটিতে সভা করতে পুলিশ মানা করলেও অটল বিএনপি

নাটোর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ২২:৪২আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:৪২

নাটোর উপশহর মাঠে একই তারিখ ও সময়ে সভা ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। ইতিমধ্যে ওই মাঠে কর্মসূচি পালনের জন্য বিএনপির করা মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে ক্ষমতাসীনরা। এমন অবস্থায় ওই মাঠে কোনও পক্ষকেই কর্মসূচি পালন করতে মানা করেছে পুলিশ। তবে পুলিশের না সত্ত্বেও সেখানে কর্মসূচি পালনে অটল বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ বলছে, প্রশাসনের বাধাকে সম্মান জানিয়ে তারা বিকল্প স্থানে কর্মসূচি পালন করবে।

এই বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওই কর্মসূচির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল শহরের আলাইপুর এলাকায় উপশহর মাঠে  অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে মঞ্চ নির্মাণ করেছিল বিএনপি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫/২০টি মোটরসাইকেলে করে লোক এসে মঞ্চটি ভেঙে ফেলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

অপরদিকে, একই মাঠে একই তারিখ ও সময়ে শান্তি সমাবেশ ঘোষণা করে মাইকিং বের করেছে নাটোর শহর আওয়ামী লীগ। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দাবি করেন, ওই মাঠে কর্মসূচি পালনের সিদ্ধান্ত অনুযায়ী মাইকিং করা হয়েছে। তবে সদর থানার ওসির মানা করার পর বিকল্প স্থানে কর্মসূচি পালনের চিন্তা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির মঞ্চ ভাঙার সঙ্গে আওয়ামী লীগ কোনোভাবেই জড়িত নয়।

এ বিষয়ে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বিএনপির মঞ্চ ভাঙচুরের বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে একই মাঠে দুই দলের কর্মসূচি পালন নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ও ওই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই মাঠে কোনও দলকেই কর্মসূচি পালন না করতে আহ্বান জানানো হয়েছে। শনিবার ওই মাঠে কোনও দলকেই আসতে দেওয়া হবে না।

এ বিষয়ে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী, দেওয়ান শাহীন বলেন, প্রশাসন থেকে ওই মাঠে কর্মসূচি পালন না করার জন্য বলা হয়েছে। তবে আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়