X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাঠটিতে সভা করতে পুলিশ মানা করলেও অটল বিএনপি

নাটোর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ২২:৪২আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:৪২

নাটোর উপশহর মাঠে একই তারিখ ও সময়ে সভা ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। ইতিমধ্যে ওই মাঠে কর্মসূচি পালনের জন্য বিএনপির করা মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে ক্ষমতাসীনরা। এমন অবস্থায় ওই মাঠে কোনও পক্ষকেই কর্মসূচি পালন করতে মানা করেছে পুলিশ। তবে পুলিশের না সত্ত্বেও সেখানে কর্মসূচি পালনে অটল বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ বলছে, প্রশাসনের বাধাকে সম্মান জানিয়ে তারা বিকল্প স্থানে কর্মসূচি পালন করবে।

এই বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওই কর্মসূচির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল শহরের আলাইপুর এলাকায় উপশহর মাঠে  অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে মঞ্চ নির্মাণ করেছিল বিএনপি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫/২০টি মোটরসাইকেলে করে লোক এসে মঞ্চটি ভেঙে ফেলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

অপরদিকে, একই মাঠে একই তারিখ ও সময়ে শান্তি সমাবেশ ঘোষণা করে মাইকিং বের করেছে নাটোর শহর আওয়ামী লীগ। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দাবি করেন, ওই মাঠে কর্মসূচি পালনের সিদ্ধান্ত অনুযায়ী মাইকিং করা হয়েছে। তবে সদর থানার ওসির মানা করার পর বিকল্প স্থানে কর্মসূচি পালনের চিন্তা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির মঞ্চ ভাঙার সঙ্গে আওয়ামী লীগ কোনোভাবেই জড়িত নয়।

এ বিষয়ে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বিএনপির মঞ্চ ভাঙচুরের বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে একই মাঠে দুই দলের কর্মসূচি পালন নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ও ওই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই মাঠে কোনও দলকেই কর্মসূচি পালন না করতে আহ্বান জানানো হয়েছে। শনিবার ওই মাঠে কোনও দলকেই আসতে দেওয়া হবে না।

এ বিষয়ে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী, দেওয়ান শাহীন বলেন, প্রশাসন থেকে ওই মাঠে কর্মসূচি পালন না করার জন্য বলা হয়েছে। তবে আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি।

/এফআর/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন