X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৭:৪৯আপডেট : ০৮ জুন ২০২৩, ১৮:৫৫

আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে চতুর্থবারের মতো চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বৃহস্পতিবার (০৮ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ‌‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে আজ সন্ধ্যা ৬টায়। রাজশাহী, লোকমানপুর, আবদুলপুর, আড়ানি, জামতৈল, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টঙ্গী, জয়দেবপুর, বিমানবন্দর, তেজগাঁও ছাড়াও আরও কিছু স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। তবে কোনও নির্দিষ্ট স্টেশনে বেশি পরিমাণ আম বুকিং দিলে সেই স্টেশনেও দাঁড়াবে এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতিকেজি আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা। রাজশাহী থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ টাকা ১৭ পয়সা।’ 

তিনি বলেন, ‘ট্রেনটিতে এবার সাত ওয়াগনে আম পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। এসব ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।’

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলপথে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে বলে জানালেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, ‘ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ট্রেনটি চালু হওয়ায় কম খরচ ঢাকায় আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা।’

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পুলিশ সুপার আব্দুর রকিব, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি