X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ছুটি না নিয়েই উপজেলা চেয়ারম্যানের আমেরিকা ভ্রমণ

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ১১:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:০২

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মিনহাদুজ্জামান লিটন স্থানীয় সরকার বিভাগ থেকে ছুটি না নিয়েই আমেরিকা সফরে গেছেন। মোবাইল ফোন, ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কোথাও পাওয়া যাচ্ছে না তাকে।

গত ২২ দিন যাবৎ কার্যালয়ে অনুপস্থিত ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ায় পরিষদের সকল কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। পরিবার থেকে দাবি করা হচ্ছে, তিনি ছুটি নিয়েছেন। প্রতিপক্ষরা শত্রুতাবশত মিথ্যাচার করছেন।

বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ জানান, তার জানা মতে তিনি ছুটি নেননি। খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যান। তার পরিবারের সদস্যরা আমেরিকায় থাকেন। তাই তিনি মাঝেমধ্যেই সেখানে যান। গত ২২ সেপ্টেম্বরের পর তাকে পরিষদে দেখা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। প্রয়োজনে ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করেও তার সাড়া মিলছে না।

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি জাকির হোসেন জানান, পরিষদের কাউকে না জানিয়ে চেয়ারম্যান লিটন গত ২২ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন। লোকমুখে শোনা যাচ্ছে, তিনি আমেরিকায় পরিবারের কাছে গেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনিও কিছু বলতে পারেননি।

বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কার্যালয়ে খোঁজ করলে সেখান থেকে বলা হয়, সোনাতলা উপজেলা চেয়ারম্যান ছুটি নেননি।

প্যানেল চেয়ারম্যান-১ জাকির হোসেন আরও জানান, চেয়ারম্যান ছুটি নিলে মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিঠি দেওয়া হতো। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোনও চিঠি পাননি তিনি। তার মানে তিনি এবার ছুটি না নিয়েই বিদেশে গেছেন। গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটিতে দেশের বাইরে গেলে মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার চেয়ারম্যান গত ২২ দিন অনুপস্থিত থাকায় পরিষদের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সাময়া বলেন, ‘শুনেছি চেয়ারম্যান যুক্তরাষ্ট্রে গেছেন। তবে তিনি আমাকে জানাননি। তিনি সরকারিভাবে ছুটি নিয়ে বিদেশ গেছেন। ইতোমধ্যে দেশে চলেও এসেছেন। কবে থেকে পরিষদে অনুপস্থিত সেটা বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘আমি তার (চেয়ারম্যান) অথরিটি নই। এ ব্যাপারে বগুড়ার স্থানীয় সরকার বিভাগে যোগাযোগ করুন।’

মিনহাদুজ্জামান লিটনের বড় বোন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী জানান, লিটন ছুটি নিয়ে আমেরিকা গেছে। সে ছুটি নিয়ে বিদেশে যায়নি, প্রতিপক্ষরা শত্রুতা করে সেটা বলছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স