X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় এসআই ক্লোজড

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল কালাম আজাদকে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ সদস্য। ফুল দেওয়ার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

স্থানীয় সূত্র জানায়, এসআই জিলালুর রহমান ২০২২ সালে ২৭ মার্চ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এছাড়া তিনি শুরু থেকেই পক্ষপাতমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে আমাদের। এজন্য তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

এসআই জিলালুর দুই বছর ধরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছেন উল্লেখ করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘তার বদলির সময় হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সেসব অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় শনিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমি এসআই জিলালুরের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি পুরোনো। পৌর মেয়র আবুল কালাম আজাদ ভারত থেকে ফেরার পর তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। ছবিটি তখনকার। তবে যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে। সেই কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন তিনি।’

এ বিষয়ে জানতে এসআই জিলালুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/ 
সম্পর্কিত
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
জুলাইকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আশুরায় চট্টগ্রামে বের হবে ৭টি তাজিয়া মিছিল 
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে