X
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
১৬ ফাল্গুন ১৪৩০

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় এসআই ক্লোজড

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল কালাম আজাদকে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ সদস্য। ফুল দেওয়ার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

স্থানীয় সূত্র জানায়, এসআই জিলালুর রহমান ২০২২ সালে ২৭ মার্চ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এছাড়া তিনি শুরু থেকেই পক্ষপাতমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে আমাদের। এজন্য তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

এসআই জিলালুর দুই বছর ধরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছেন উল্লেখ করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘তার বদলির সময় হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সেসব অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় শনিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমি এসআই জিলালুরের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি পুরোনো। পৌর মেয়র আবুল কালাম আজাদ ভারত থেকে ফেরার পর তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। ছবিটি তখনকার। তবে যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে। সেই কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন তিনি।’

এ বিষয়ে জানতে এসআই জিলালুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/ 
সম্পর্কিত
টঙ্গী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মুরাদের ফোন ও ল্যাপটপে যৌন হয়রানির প্রমাণ মিলেছে
নতুন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ভারত গেছেন পররাষ্ট্র সচিব
ভারত গেছেন পররাষ্ট্র সচিব
পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
মৃত্যুর ৬ মাস পর কবর থেকে তোলা হলো আ.লীগ নেতার মরদেহ
মৃত্যুর ৬ মাস পর কবর থেকে তোলা হলো আ.লীগ নেতার মরদেহ
মস্কোতে হামাস-ফাত্তাহ বৈঠক, আলোচনায় ফিলিস্তিনি ঐক্য
মস্কোতে হামাস-ফাত্তাহ বৈঠক, আলোচনায় ফিলিস্তিনি ঐক্য
সর্বাধিক পঠিত
ডাল খেলে গ্যাস্ট্রিক হচ্ছে? জেনে নিন ৫ টিপস
ডাল খেলে গ্যাস্ট্রিক হচ্ছে? জেনে নিন ৫ টিপস
তবে কি হারিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিজড়িত ফার্মগেটের আনোয়ারা পার্ক?
তবে কি হারিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিজড়িত ফার্মগেটের আনোয়ারা পার্ক?
বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানালো বিসিবি
বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানালো বিসিবি
বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হবে ফেব্রুয়ারি থেকেই
বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হবে ফেব্রুয়ারি থেকেই
কেন চালু হচ্ছে না ফাইভ-জি?
কেন চালু হচ্ছে না ফাইভ-জি?