X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শপথ নিতে প্রথমবার সংসদে যাচ্ছেন রাজশাহীর ১১ জন

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ০২:৫৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে জয়ী হওয়া ১১ জন বুধবার (১০ জানুয়ারি) শপথ নিতে প্রথমবার সংসদে যাচ্ছেন। এর আগে এই ১১ জন সংসদ সদস্য নির্বাচিত হননি। এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা।

প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, রাজশাহী-২ (সদর, রাজশাহী সিটি করপোরেশন এলাকা) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নৌকা প্রতীকের আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের নৌকা প্রতীকের সৌরন্দ্রনাথ চক্রবর্তী,

তাছাড়া নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ট্রাক প্রতীকের খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদি, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নৌকা প্রতীকের মজিবর রহমান মজনু, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকা প্রতীকের ডা. মোস্তফা আলম নান্নু এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে নৌকা প্রতীকের ড. জান্নাত আরা হেনরী।

নতুনরা ছাড়া রাজশাহী বিভাগের বাকি আসনগুলোর সবাই এক ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারাও বুধবার শপথগ্রহণ করবেন। তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-আংশিক সলঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত চয়ন ইসলাম, জয়পুরহাট-১ আসনে (সদর-পাঁচবিবি) আসনে নৌকার সামছুল আলম দুদু,

জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) নৌকার আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে নৌকা প্রতীকের সাহাদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে লাঙল প্রতীকের শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নৌকার (জাসদ) রেজাউল করিম তানসেন ও বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের রাগেবুল আহসান রিপু।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোহালাট) আসনে নৌকা প্রতীকের জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের আব্দুল ওদুদ, নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে নৌকা প্রতীকের সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের নিজাম উদ্দিন জলিল ওরফে জন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা প্রতীকের আব্দুল ওয়াদুদ দারা।

আরও আছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নৌকার শাহরিয়ার আলম, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ, নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকা প্রতীকের সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে নৌকা প্রতীকের শামসুল হক টুকু, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে নৌকা প্রতীকের আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নৌকা প্রতীকের মকবুল হোসেন এবং পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের গোলাম ফারুক।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সর্বশেষ খবর
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন