X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বদলগাছীর তথ্যে জয়পুরহাটের সব বিদ্যালয় বন্ধ, তবে নওগাঁয় খোলা

জয়পুরহাট ও নওগাঁ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:১১

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী জয়পুরহাটের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ নওগাঁর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। 

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁয়। কনকনে ঠান্ডার কারণে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। প্রচণ্ড ঠান্ডায় স্কুলগামী শিশুশিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। পরিস্থিতি বিবেচনায় গত বুধবার ও বৃহস্পতিবার জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক। রবিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার বদলগাছী সরকারি প্রাথমিক ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত।

আজ তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ অবস্থায় বিদ্যালয় বন্ধ দেওয়া হবে কিনা জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘এটি সকাল ৬টা থেকে ৯টায় রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার পর আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জেনেছি, ১১ ডিগ্রি সেলসিয়াস। আমার প্রতিষ্ঠান শুরু হয় ১০টায়, তাহলে কীভাবে বন্ধ দিতে পারি।’

এদিকে, জয়পুরহাটে আবহাওয়া অফিস না থাকায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসরণ করা হয়। পাশাপাশি জেলা হওয়ায় বদলগাছী কেন্দ্রের তথ্য অনুযায়ী, জয়পুরহাটের সব শিক্ষাপ্রতিষ্ঠান রবিবার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে কোনও কোনও প্রতিষ্ঠান প্রধান ছুটির বিষয়টি জানেন না। ফলে বিদ্যালয় খোলা রেখেছেন। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

আক্কেলপুর সরকারি ফজরউদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় খোলা ছিল রবিবার

ছুটি ঘোষণার পরও রবিবার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর সরকারি ফজরউদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় খোলা ছিল। সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মাঠে অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে। তবে পাশের আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী জানিয়েছে, ছুটির বিষয়টি জানে না তারা। বিদ্যালয়ে আসার পর তাদের অ্যাসেম্বলিতে দাঁড়াতে বলেছেন শিক্ষকরা। তবে অন্যদিনের তুলনায় আজ শিক্ষার্থী কম।

সকাল ১০ পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে কক্ষে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানিয়েছে, তখনও বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক। পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছুটি ঘোষণার বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমাদের জানানো হলে বিদ্যালয় খোলা থাকতো না।’

ওই সময় সহকারী শিক্ষক আব্দুর রউফকে তার কক্ষে পাওয়া গেছে। তিনি বলেন, ‘বিদ্যালয় ছুটির কথা আমাদের কেউ জানায়নি। এ কারণে খোলা রয়েছে। শিক্ষার্থীরা এসেছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম।’

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল বলেন, ‘বদলগাছী কেন্দ্রের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জয়পুরহাটের মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে রবিবার ও সোমবার। বিষয়টি সব প্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, জেলার সব প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে শুধু পাঠদান বন্ধ রাখার কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজোয়ান হোসেন। তিনি বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় ছুটির নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে রবিবার ও সোমবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে দাফতরিক কাজের জন্য বিদ্যালয় খোলা রয়েছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, ‘জয়পুরহাটে আবহাওয়া অফিস নেই। তাই পার্শ্ববর্তী জেলা নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের তথ্য অনুসরণ করা হয়। সেখানের তথ্য অনুযায়ী, জয়পুরহাটে শনিবার রাতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এ কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মাধ্যমিক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।’

রবিবার বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীরা

মাধ্যমিকের সব বিদ্যালয় পুরাপুরি এবং প্রাথমিকের শুধু পাঠদান বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা যে নির্দেশনা দেবেন, সেটিই বাস্তবায়ন হবে।’

আজকের আবহাওয়ার খবর জানতে চাইলে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, ‘রবিবার সকাল ৬টা ও ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। শনিবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এখানে জয়পুরহাটের তাপমাত্রা রেকর্ড হয় না। তবে বদলগাছী ও জয়পুরহাট খুব কাছাকাছি এলাকা। কাছাকাছি এলাকা হলেও জয়পুরহাটের তাপমাত্রা একটু কম-বেশি হতে পারে।’

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।

আরও পড়ুন: নওগাঁয় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ

/এএম/
সম্পর্কিত
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
বদলে গেছে সাগরপাড়ের ২১১টি প্রাথমিক বিদ্যালয়
আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান বন্ধ
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে