X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ০০:১১আপডেট : ০৫ জুন ২০২৪, ০০:১১

রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ে উপড়ে যাওয়া একটি পাকুড়গাছের নিচে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চার জন। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানি ইউনিয়নের চকবাউশা গ্রামের রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে রাজু আহম্মেদ জালাল (৪০) ও মৃত হাশেম আলীর ছেলে সেন্টু আলী (৩০)। আহতরা হলেন একই গ্রামের শাহারুল (২৮), মুকুল (৪০), আজগর আলী (৫০) ও রুবেল (২২)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাঁচপাড়া গ্রামের বাসিন্দা আড়ানি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় জাকিরুল, জালাল ও সেন্টুসহ কয়েকজন রাজার মোড়ে পাকুড়গাছের নিচে জালাল উদ্দিনের সার-কীটনাশকের এবং আজগর আলীর মিষ্টির দোকানে আশ্রয় নেন। ঝড়ের সময় পাকুড়গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ে। এতে দুটি দোকানে আশ্রয় নেওয়া লোকজন চাপা পড়ে দুজনের মৃত্যু এবং পাঁচ-ছয় জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত সেন্টুকে গাছের ডাল কেটে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘গাছের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। তিন জনের মৃত্যু হয়েছে। চার জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।’

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঝড়ের সময় ওই গাছের নিচে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। পাশে চায়ের দোকানও ছিল। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছি আমরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ