X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জব্দ করা ২৭ মেট্রিক টন চাল নিলামে বিক্রি

বগুড়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে অবৈধভাবে মজুত করা প্রায় ২৭ মেট্রিক টন চাল ও প্রায় তিন হাজার পিস চটের বস্তা জব্দের পর নিলামে বিক্রি করা হয়েছে। আদালতের আদেশে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে তালোড়া বাজারে গুদাম চত্বরে প্রকাশ্যে এসব বিক্রি করা হয়।

দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সূত্র জানায়, তালোড়ার ধান ও চাল ব্যবসায়ী ফারুক হোসেন খাদ্য বান্ধব, ভিডব্লিউবি, টিসিবি কর্মসূচির ২৬ দশমিক ৯৯০ মেট্রিক টন চাল অবৈধভাবে কেনেন। তিনি চালগুলো কালো বাজারে বিক্রির জন্য তার দুটি গুদামে মজুত করেন। গোপনে খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক গত ২৯ অক্টোবর সেখানে অভিযান চালান। এ সময় ফারুক হোসেনের দুটি গুদাম থেকে ২৬ দশমিক ৯৯০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। একইসঙ্গে প্রায় তিন হাজার পিস চটের বস্তাও জব্দ করা হয়েছিল।

ওই ব্যবসায়ী মজুত করা চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন ৩১ অক্টোবর ফারুক হোসেনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। তিনি তালোড়া বাজার এলাকার আমিনুর রহমানের ছেলে।

এদিকে মামলার রায়ে দুপচাঁচিয়া আমলি আদালত গত বছরের ৩১ ডিসেম্বর চালগুলো নিলামে বিক্রির আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি দুপচাঁচিয়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের নিলাম কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুসারে জব্দ করা চাল ও চটের বস্তাগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক জানান, তালোড়ার বাদশা অটো রাইস মিল কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকা দর দেয়। টাকা প্রদান করে ২৬ দশমিক ৯৯০ মেট্রিক টন চাল এবং ৫০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন এক হাজার ৪৯৯ পিস ও ৩০ কেজি ধারণে সক্ষম সমপরিমাণ চটের বস্তা কেনেন। পরে টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি