X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি, আহত ৪

রাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১০:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে মারামারির সূত্রপাত হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে চার জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহরুখ মাহমুদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাইমেনুল ইসলাম নুহান। অন্যদিকে ফাইন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান তুষার ও শাহাদাত হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ফাইন্যান্স বিভাগের আসিফ, শাহাদাতসহ কিছু শিক্ষার্থী খাওয়া দাওয়া করছিল। এ সময় ছাত্রদল কর্মী শাহরুখ মাহমুদ, মোহাম্মদ আমীর, রফিকুল ইসলামসহ আইন, আইন ও ভূমি প্রশাসন এবং লোক প্রশাসন বিভাগের কিছু শিক্ষার্থী তাদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আইন বিভাগের একজন এবং ফাইন্যান্স বিভাগের দুই শিক্ষার্থী আহত হন।

পরে আইন বিভাগের আহত শিক্ষার্থীকে রাবি মেডিক্যাল সেন্টারে গেলে ফাইন্যান্স ও বিবিএ-এর কয়েকটি বিভাগের একদল শিক্ষার্থী তাদের ওপর হামলা করে। এ সময় আইন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী পালিয়ে যেতে পারলেও শাহরুখ মাহমুদকে আটকে মারধর করে তারা। এ সময় রাবি প্রক্টর ও প্রক্টোরিয়াল বডি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পরে বিকেলে ফাইন্যান্স বিভাগের আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আইন বিভাগের শিক্ষার্থীকে ভর্তি থাকতে দেখেন। আবার সংঘর্ষের আশঙ্কায় তারা হাসপাতাল ত্যাগের উদ্যোগ নিলে তাদের ওপর আরেক দফা চড়াও হন আইন বিভাগের কিছু শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সূত্রপাত ঘটে সোমবার। ওই দিন রাতে সাবেক ছাত্রলীগ নেতা এবং আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাধন মুখার্জির ক্যাম্পাসে নিজের কাজ শেষে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন বাস স্ট্যান্ডে ফাইন্যান্স বিভাগের কিছু শিক্ষার্থী তার ওপর চড়াও হয়।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের দাবি, সাবেক এই ছাত্রলীগ নেতা ২০২৪ সালের একটি ইফতার অনুষ্ঠান আয়োজনে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা এবং কয়েকজনকে মারধর করেছিল।

ফাইন্যান্স ও আইন বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় শুনে সংযোগটি কেটে দেন তারা।

সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, মূলত কোনো দ্বন্দ্বের জের ধরেই নতুন করে আজকের মারামারির ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্বের ইফতারির বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। গতকাল রাতে কাজলায় তাদের বাগবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতিও হয়। এরপর আজ দুপুরে আরেক দফা মারামারি হয়েছে। কিন্তু ঘটনা যেটাই হোক মারামারির ঘটনা ঘটেছে এটি প্রমাণিত এবং এটা দুঃখজনক ঘটনা।

তিনি আরও বলেন, রাবি মেডিক্যাল সেন্টারেও তৃতীয় দফা মারামারি হয়েছে। সে সময় আমিও উপস্থিত ছিলাম। এতে আমাদের কাজ আরও সহজ হয়েছে। আমরা অতিদ্রুত সব প্রমাণ নিয়ে তদন্তে নামবো। ভুক্তভোগীদের নিরাপদে হলে পাঠানোর ব্যবস্থা করেছি। পুলিশ প্রশাসনকেও নির্দেশনা দিয়েছি কোনও দলীয় প্রভাবের তোয়াক্কা না করে। পরে যদি কোনো মারামারির ঘটনা ঘটে তবে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো