X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আইসিইউ খালি নেই রংপুর বিভাগের করোনা হাসপাতালে

লিয়াকত আলী বাদল, রংপুর
২৯ জুলাই ২০২১, ২২:২৬আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:২৬

রংপুরসহ বিভাগের দুটি করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ শয্যা ফাঁকা নেই। এতে মুমূর্ষু রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, রংপুর বিভাগের আট জেলার মানুষের জন্য আইসিইউ শয্যা আছে মাত্র ২৪টি। এর মধ্যে  দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬টি এবং রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে আটটি রয়েছে। আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই আরও কিছু আইসিইউ বেড স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইসিইউ শয্যা খালি না থাকা ও সাধারণ শয্যায় অতিরিক্ত রোগীর বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) সাংবাদিকদের জানানো হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে একশ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করা হলেও সেখানে আইসিইউ শয্যা আছে কাগজ-কলমে ১০টি। কিন্তু দুটি আইসিইউ শয্যার যন্ত্রপাতি নেই। ফলে আটটি শয্যা দিয়ে চলছে করোনা হাসপাতালের কার্যক্রম। অন্যদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ৩১ বেডের করোনা ইউনিট চালু করা হয়েছে সম্প্রতি। কিন্তু সেখানে আইসিইউ শয্যা নেই। শুধু মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ করার লাইন রয়েছে। সেই অক্সিজেন সরবরাহ লাইনও চলছে জোড়াতালি দিয়ে। তার পরেও দুই হাসপাতালে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা রোগী আছেন ১৯০ জন। অথচ দুটি হাসপাতালে শয্যা আছে ১৩১টি। ফলে ৫৯ জন করোনা আক্রান্ত রোগী মেঝেতে অবস্থান করছেন।

অন্যদিকে, দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৬টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। এই হাসপাতালেও মোট শয্যার অতিরিক্ত রোগী রয়েছেন। সেখানে ২৬৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

নাম প্রকাশ করার শর্তে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, আইসিইউ সাপোর্ট দেওয়া জরুরি করোনা আক্রান্ত মুমূর্ষু এমন অন্তত ১৫ রোগীকে তা দেওয়া যাচ্ছে না।

এদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় পূর্বঘোষিত ৫০ শয্যার নতুন আইসোলেশন ওয়ার্ড চালু ও আইসিইউ সুবিধা নিশ্চিত করাসহ চার দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘জনতার রংপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিমকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জনতার রংপুরের আহ্বায়ক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান, সংগঠক গৌতম রায়, মাজিদুল ইসলাম লিটন, আব্দুল কুদ্দুস, রফিক সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বারকলিপিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে আইসিইউ ও শয্যা সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী সরবরাহ, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জনতার রংপুরের আহ্বায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় সক্ষমতা থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না। এতে করোনা আক্রান্ত রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিমে নতুন একটি ভবনে ৫০ শয্যাবিশিষ্ট আরেকটি আইসোলেশন ওয়ার্ড চালুর ঘোষণা দেয়া হলেও তা বাস্তবায়নে কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম জানান, জরুরি বিভাগের পশ্চিমে নতুন একটি ভবনে ৫০ শয্যাবিশিষ্ট আরেকটি আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না থাকায় বিলম্ব হচ্ছে। মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন