X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিলীন হওয়ার পথে ৩ গ্রাম

হিলি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৩

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ভাঙনে বিলীন হতে চলেছে ভেটারপাড়া, কাঁচদহ (মাঝিরপাড়া) ও সিরাজ ফকিরপাড়া গ্রাম। তিন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর অব্যাহত ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠ, খেলার মাঠসহ তিন কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছেন পাঁচ হাজার গ্রামবাসী।

গ্রামবাসী জানান, ২০ বছরে ভেটারপাড় গ্রামটি দেড় কিলোমিটার, মাঝিপাড়া গ্রামের এক কিলোমিটার এবং সিরাজ ফকিরপাড়া গ্রামের আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিন গ্রামের দুই শতাধিক পরিবার বাপ-দাদার ভিটামাটি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ১৫ বছর আগে রংপুরের বদরগঞ্জ থানায় করতোয়ার একটি শাখা ঘিল্লাই নাম ধারণ করে ভেটারপাড়া ও মাঝিপাড়া গ্রাম থেকে দেড় কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হতো। তার পৌনে এক কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হতো করতোয়া নদী। করতোয়া নদী বড় ও খরস্রোতা হওয়ায় ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে ভেটারপাড়া ও মাঝিপাড়া গ্রামের কাছে এসে ঘিল্লাই নদীর সঙ্গে মিশে যায়। এরপর সেখান থেকে ভাঙনের শুরু। 

তারা বলেন, আমরা বহুদিন ধরে নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য সবার সঙ্গে যোগাযোগ করলেও ব্যবস্থা নেয়নি। ভাঙনকবলিত ভেটারপাড়া, কাঁচদহ ও সিরাজ ফকিরপাড়া গ্রামের অসহায় মানুষ তাদের রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টদের।

ভেটারপাড়া গ্রামের বৃদ্ধ মুনছুর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নদীটা সাত বছরে হামার বাড়িঘর, জমিজমা সব খাইছে। এবার মাথা গোঁজার শেষ ঠিকানাও খাবি।’

কাঁচদহ মাঝিরপাড়া গ্রামের সুনীল চন্দ্র বলেন, ‘ভোট আসলি সবাই হামার কাছে দৌড়ায়, বাঁধ দিবি ব্রিজ দিবি, ভোট পার হয়ে গেলি কান্দিউ কারও পাওয়া যায় না।’

বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাঙন রোধে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কেউ ব্যবস্থা নেননি।’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কখনও নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। উপজেলা প্রশাসন থেকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সিরাজ ফকিরপাড়া গ্রামে বালুর বস্তা ফেলা হয়েছে। অন্যান্য স্থানে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ড্রেজিং করে করতোয়াকে পুরনো গতিপথে নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল। এই মুহূর্তে এ ধরনের পরিকল্পনা নেই। এখানকার পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।’

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবাবগঞ্জের তিনটি গ্রামকে করতোয়ার ভাঙন থেকে রক্ষায় ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণের জন্য ডিও লেটার দিয়েছি। দ্রুত এই তিনটি গ্রাম রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড