X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ছাগল চুরির অভিযোগ এনে ২ স্কুলছাত্রকে বেঁধে মারধর

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২২:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:৫৫

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগ এনে গাছে বেঁধে ১৫ বছর বয়সী দুই স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয় এক ইউপি সদস্যসহ অনেককেই ওই দুই কিশোরকে মারধর করতে দেখা গেছে। এতে অভিযুক্ত বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসাইনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে হিলির মোল্লাবাজার এলাকায় ঘটনাটি ঘটে। ম ও শ অদ্যাক্ষরে নামের ওই দুই কিশোর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

বাংলা ট্রিবিউনকে এ দুই কিশোর জানান, ‘আজ সকালে আমরা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে হিলির মোল্লাবাজার এলাকায় ঘুরতে যাই। এ সময় মোটরসাইকেল রেখে সড়কের পাশে বসি। পাশে থাকা একটি ছাগলকে পাতা খাওয়াচ্ছিলাম। এরপর সেখান থেকে ফিরে আসছিলাম। এ সময় তাদের একজন আমাদের ছাগলের কাছে দেখেছেন, এর আগেও নাকি ছাগল হারিয়েছে সেটা মনে করে আমাদের ধাওয়া করে ধরে। পরে আমাদের রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মেম্বারসহ যে যেভাবে পেরেছে লাঠিসোঁটা দিয়ে মারধর করেছে। অনুরোধ করলেও কেউ আমাদের কথা শোনেনি।’

এদের মধ্যে এক কিশোরের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ছেলেরা তো ভালো, লেখাপড়া করে এলাকার সবাই জানে, সবাই তাদের প্রশংসা করে। তারা দুই বন্ধু মিলে ঘুরতে গেছে, তারাতো আর ছাগল চুরি করতে যায়নি। চোর ভেবে আমাদের ছেলেদের গাছে বেঁধে মারধর করেছে এটাতো ঠিক না, আমরা এর বিচার চাই। তারা যদি কোনও অপরাধ করে, তাহলে দেশে আইন, থানা ও পুলিশ আছে- সে অনুযায়ী ব্যবস্থা নিতো।’

অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি ছেলে আমাদের গ্রামের একটি ব্রিজে বসেছিল, মাস্ক পরে। তারা সেখানে থাকা একটি ছাগলকে ধরে মোটরসাইকেলে করে নিয়ে বোয়ালদাড় অভিমুখে চলে যায়। এ সময় রাসেল নামের স্থানীয় এক যুবক দেখতে পেয়ে মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া দিয়ে না পেয়ে ফিরে আসে। এর কিছুক্ষণ পর ওই দুই ছেলে মোটরসাইকেলে করে আবারও একটি খাসি নিয়ে হিলির দিকে যাচ্ছিল জানতে পেরে আমি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করি। ধাওয়া খেয়ে কিছু দূর গিয়ে খাসিটি মোটরসাইকেল থেকে ফেলে তারা দু’জন পালিয়ে যায়। এ সময় আমি খাসিটি উদ্ধার করে মোল্লাবাজারে চলে আসি। এর কিছুক্ষণ পর জানতে পারি, ওই দুই ছেলে ছোটডাঙ্গাপাড়া নামক স্থানে ভ্যানের সঙ্গে এক্সিডেন্ট করেছে। স্থানীয়রা খবর পেয়ে তাদের সেখান থেকে ধরে মোল্লাবাজারে নিয়ে আসে। পরে তারা তাকে একটু মারধর করেছে, আমিও মেরেছি। তবে সেটি আমার ভুল হতে পারে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে বিষয়টি মীমাংসা করেন।’

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই কিশোরকে চোর সন্দেহে পেটানো হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় যারা মারধর করছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের জিম্মায় দিয়েছি। বিষয়টি আমরা দেখছি। অভিভাবকরা ছয় জনের নাম ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দিয়েছে। আমরা ইতোমধ্যেই অভিযান চালিয়ে নাজমুল নামের এক ইউপি সদস্যকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/ইউএস/
সম্পর্কিত
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি