X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আবারও দুই ভাই চেয়ারম্যান প্রার্থী, দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা

দিনাজপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:০২

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন দুই ভাই। 

জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। তাদের বাবা ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পারিবারিক ঐতিহ্যের কারণে দুই প্রার্থীকে নিয়ে এলাকায় চলছে আলোচনা।

তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত আকবর আলী শাহের বড় ছেলে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার শাহ (আনারস প্রতীক) ও তার ছোট ভাই জমির উদ্দীন শাহ বালিকা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জামাল উদ্দীন (মোটরসাইকেল প্রতীক)।

এর আগে ২০১১ সালে ইউপি নির্বাচনে তারা প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে বড় ভাইয়ের কাছে হেরে যান ছোট ভাই। মাঝখানে ছোট ভাই প্রার্থী না হলেও এবার প্রার্থী হয়েছেন।

স্থানীয় ভোটার কাদের আলী বলেন, দুই ভাই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছি। এর আগেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই সময়ে বড় ভাই জিতে যান। গতবার ছোট ভাই নির্বাচন করেননি। বড় ভাই নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। এবার আবারও দুই ভাই নির্বাচন করছেন। দেখি এবার কে জিতেন।

ওই এলাকার ভোটার সিরাজুল ইসলাম বলেন, পারিবারিকভাবে তাদের সুনাম রয়েছে। একভাই তিনবার ইউপি চেয়ারম্যান ছিলেন। ছোট ভাই শিক্ষকতায় যুক্ত ছিলেন। ফলে তাদের উভয়ের সুনাম আছে। বাবা ছিলেন জনপ্রতিনিধি। তবে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাকে ভালোভাবে নিচ্ছেন না এলাকার ভোটাররা।

আব্দুল জব্বার শাহ বলেন, ‘আমার বাবা জনপ্রতিনিধি ছিলেন। বাবার মতো আমিও মানুষের পাশে ছিলাম এবং আগামীতে থাকতে চাই। তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সফলভাবে জনসেবা করায় জনগণ আমাকে দাঁড় করিয়েছেন। জনগণের সেবা করাই আমার লক্ষ্য।’

শাহ মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‌‘আমি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের পরিবারের ঐতিহ্য আছে। আমার বাবা জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছেন। কিন্তু বাবা ও পরিবারের সম্মান নষ্ট করেছেন বড় ভাই। তাই পরিবারের সুনাম ও জনসেবা অব্যাহত রাখতে আমি প্রার্থী হয়েছি। এর আগেও প্রার্থী হয়ে হেরেছিলাম।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দুই ভাই ছাড়াও এই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ শাহ (নৌকা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (ঘোড়া প্রতীক)।

খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক বলেন, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। ২১ হাজার ৮৩০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। 

/এএম/
সম্পর্কিত
আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী
এফবিসিসিআই নির্বাচন: সময় বাড়লো ৪৫ দিন
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল