X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সেতু হলেই ভোট দেবেন গ্রামবাসী, অন্যথায় না

লিয়াকত আলী বাদল, রংপুর
২১ জানুয়ারি ২০২২, ১৭:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৭:২৮

রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে সয়ার ইউনিয়ন। এই ইউনিয়নের কালারঘাট এলাকায় বয়ে গেছে যমুনেশ্বরী নদী। প্রতিবছর চাঁদা তুলে বাঁশের সাকো বানিয়ে নদী পারাপার হয় ১০টি গ্রামের মানুষ। একটা সেতুর জন্য একাধিকবার আবেদন করেও কোনও কাজ হয়নি।

সরেজমিন দেখা গেছে, কালারঘাট গ্রামটি যমুনেশ্বরী নদী সংলগ্ন হওয়ায় যাতায়াত ব্যবস্থা তেমন নেই। দীর্ঘ ৫০ বছরেও সেখানে একটা নির্মাণ হয়নি। ফলে কালারঘাট এলাকার দুই পাশে শাহপাড়া, কাংলাচড়া, উজিয়াল, চারআনী, দোলাপাড়া, বুড়িরহাট, চিলাপাক ও চাকলাসহ ১০টি গ্রামের মানুষ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে।

কালারঘাট গ্রামের বাসিন্দারা বলেন, প্রতিবার ভোটের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু ভোট শেষে কেউ আর আসেন না। এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেতু তৈরি করে না দিলে ১০ গ্রামের মানুষ ভোট দিতেই যাবেন না। 

দোলাপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, নির্বাচনের সময় বড় বড় কথা বলে ভোট নেন। তারপর খবর নেওয়ার প্রায়োজনও মনে করেন না। এবারের এমপি নির্বাচনের আগে সেতু নির্মাণ করা না হলে ভোট কেন্দ্রে যাবেন না।

সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলট বলেন, যমুনেশ্বরী নদীর কালারঘাটে সেতু নির্মাণের বিষয়ে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহম্মেদ হায়দার জামান জানান, কালারঘাটে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এখনও বরাদ্দ মেলেনি। বরাদ্দ মিললে দ্রুত সেতু নির্মাণ করা হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
রাতে উত্তরের পথে ১৩ কিলোমিটার গাড়ির ধীরগতি, চরম ভোগান্তি
চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষের দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক