X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেতু হলেই ভোট দেবেন গ্রামবাসী, অন্যথায় না

লিয়াকত আলী বাদল, রংপুর
২১ জানুয়ারি ২০২২, ১৭:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৭:২৮

রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে সয়ার ইউনিয়ন। এই ইউনিয়নের কালারঘাট এলাকায় বয়ে গেছে যমুনেশ্বরী নদী। প্রতিবছর চাঁদা তুলে বাঁশের সাকো বানিয়ে নদী পারাপার হয় ১০টি গ্রামের মানুষ। একটা সেতুর জন্য একাধিকবার আবেদন করেও কোনও কাজ হয়নি।

সরেজমিন দেখা গেছে, কালারঘাট গ্রামটি যমুনেশ্বরী নদী সংলগ্ন হওয়ায় যাতায়াত ব্যবস্থা তেমন নেই। দীর্ঘ ৫০ বছরেও সেখানে একটা নির্মাণ হয়নি। ফলে কালারঘাট এলাকার দুই পাশে শাহপাড়া, কাংলাচড়া, উজিয়াল, চারআনী, দোলাপাড়া, বুড়িরহাট, চিলাপাক ও চাকলাসহ ১০টি গ্রামের মানুষ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে।

কালারঘাট গ্রামের বাসিন্দারা বলেন, প্রতিবার ভোটের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু ভোট শেষে কেউ আর আসেন না। এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেতু তৈরি করে না দিলে ১০ গ্রামের মানুষ ভোট দিতেই যাবেন না। 

দোলাপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, নির্বাচনের সময় বড় বড় কথা বলে ভোট নেন। তারপর খবর নেওয়ার প্রায়োজনও মনে করেন না। এবারের এমপি নির্বাচনের আগে সেতু নির্মাণ করা না হলে ভোট কেন্দ্রে যাবেন না।

সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলট বলেন, যমুনেশ্বরী নদীর কালারঘাটে সেতু নির্মাণের বিষয়ে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহম্মেদ হায়দার জামান জানান, কালারঘাটে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এখনও বরাদ্দ মেলেনি। বরাদ্দ মিললে দ্রুত সেতু নির্মাণ করা হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
বাজারের চেয়েও সুপারশপে কমদামে মিলবে চিনিসহ ১০ নিত্যপণ্য
রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক
ঘাটে বসে থাকে ফেরি, যাত্রীদের পকেট কাটছে ট্রলার
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!