X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চুরি যাওয়া গরুর সন্ধান দিলেই এক লাখ টাকা দেবেন মালিক

দিনাজপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০১

১৫টি গরু নিয়ে চলছিল খামার। কিন্তু করোনাকালে লোকসানের ফলে খামারের সব গরু বিক্রি করে দেন। এরপর ৩৮ হাজার টাকা দিয়ে কিনেছিলেন একটি ফ্রিজিয়ান জাতের গরু। সেই গরুও নিয়ে গেছে চোরে। চুরি যাওয়া গাভির সন্ধান পেতে সাঁটানো হয়েছে ‘গাভি চুরির বিজ্ঞপ্তি’। যেখানে লেখা রয়েছে ‘গাভিটির সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার’ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি আকারের এমন সাঁটানো হয়েছে দিনাজপুরের বীরগঞ্জের কল্যাণিহাট, বলাকা মোড়সহ আশপাশের এলাকায়। ব্যতিক্রমী এই পোস্টার বেশ সাড়া জাগিয়েছে এলাকায়।

চুরি যাওয়া ওই গাভির মালিকের নাম মোহাদ্দেস হোসেন। তিনি বীরগঞ্জ উপজেলার বলাকা মোড় এলাকার আফজালুর রহমানের ছেলে। পেশায় কৃষিকাজ করা মোহাদ্দেস হোসেনের একটি গরুর খামারও ছিল। তবে সেটি এখন আর নেই। করোনাকালে দুধ বিক্রি হচ্ছিল না দেখে খামারের ১৫টি গরু তিনি বিক্রি করে দিয়েছেন তিনি। শুধুমাত্র ফ্রিজিয়ান জাতের একটি গরুই ছিল তার।

উপজেলার বিভিন্ন এলাকায় সাঁটানো ওই পোস্টারে লেখা রয়েছে, ‘বীরগঞ্জ কলেজপাড়ায় অবস্থিত গাভির খামার থেকে একটি দুই দাঁত বয়সের ফ্রিজিয়ান গাভি গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার পর চুরি হয়ে গেছে। যদি কোনও ব্যক্তি গাভিটির সন্ধান দিতে পারেন তাহলে তাকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। যোগাযোগ- ০১৭১৯২০৫৫৯৯।’

গরু চুরি যাওয়ার পর তিনি বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। শুধু তাই নয়, এর কয়েকদিন আগেও তার বাড়িতে চুরি হয়েছে। সে সময় চোরেরা নিয়ে গেছে স্বর্ণালংকার ও অর্থ। তখনও থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি খোয়া যাওয়া অর্থ ও স্বর্ণালংকার। আটকও হয়নি কেউ।

পোস্টারের বিষয়ে মোহাদ্দেস হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা গরু পালন করি। নিজের ছেলে-মেয়েদের যেমন যত্ন ও আদর করে বড় করি, গরুগুলোকেও একইভাবে যত্ন করি। করোনাকালে ১৫টি গরু বিক্রি
করেছি। গরুর প্রতি ভালোবাসা থেকে পরে আমরা একটি ফ্রিজিয়ান জাতের গরু কিনি। বর্তমানে গরুটি বেশ বড় হয়েছে, দুইটি দাঁত হয়েছে। বর্তমান বাজার হিসেবে এই গরুর মূল্য প্রায় দুই লাখ টাকা। তবে অর্থের চেয়েও বেশি হলো, গাভিটি চুরি হয়ে যাওয়ার পর আমার পরিবারের সবার মন খারাপ। এক বছর ধরে গরুটি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। তাই ফেরত পেতে আমি এমন পোস্টার সাঁটিয়েছি।’

এদিকে, এই পোস্টার বেশ সাড়া জাগিয়েছে স্থানীয়দের মনে। ওই এলাকার মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি এই পোস্টার দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, যে ওই গরুর মালিক নিজের সন্তানের মতোই ভালোবাসতেন গরুটিকে। তাই এমন পোস্টার দিয়েছেন।’

ফেসবুকে পোস্টারটির ছবি শেয়ার করে নাজমুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘গাভি চুরির বিজ্ঞপ্তি। গাভির সন্ধানে অসাধারণ বিজ্ঞপ্তি, সন্ধান মিললেই পুরস্কার এক লক্ষ টাকা।’ পোস্টের কমেন্টে মায়মুনা আক্তার নামে একজন লিখেছেন, ‘গরুটার মধ্যে এমন কী আছে যে, পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দেবে’।

আব্দুল আলিম লিখেছেন, ‘চোরকে ধরার জন্য হলেও টাকা দেবে হয়তো। গাভির দাম হয়তো আরও বেশি।’ হাফিজুল ইসলাম লিখেছেন, ‘চোর বেশি হয়ে গেছে বাংলাদেশ’। খাদেমুল ইসলাম রাজ ছবি শেয়ার করে লিখেছেন, ‘গাভি চুরির বিজ্ঞপ্তি....’।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গরু চুরির একটি বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে, গতকাল আমি শুনেছি। এখন কেউ যদি পোস্টার সাঁটায় তাহলে তো আমাদের করার কিছু নেই। তবে এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
ফলের আড়তের লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি
ঈদে ফাঁকা বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি, নিয়ে গেলো ফ্রিজের মাছ-মাংসও
রাজধানীর তেজগাঁওয়ে ফাঁকা বাসায় চুরি
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া