X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যা 

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৪:০৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:০৪



লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্ত এলাকায় নির্যাতনে রেজাউল ইসলাম (৩৯) নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। এছাড়া আমিনুর ইসলাম (৩৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। নিহত রেজাউল ইসলাম ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্বজগতবেড় এলাকার মো. মনছুর আলীর ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। একই এলাকার আহত ব্যক্তি হলেন আব্দুস ছামাদের ছেলে আমিনুর রহমান(৩৫)।

রংপুর (তিস্তা ব্যাটালিয়ন-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কোমান্ডার সুবেদার জালাল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্তে আমরা কোনও গুলির শব্দ পাইনি। তবে কীভাবে নিহতের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছি।’

তবে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘বিএসএফের গুলিতে কিংবা ভারতীয় কতিপয় জনগণের গণপিটুনিতে রেজাউল ইসলাম নামে একজন নিহত ও আমিনুর ইসলাম নামে একজন আহত হওয়ার খবর পেয়েছি। হত্যার ঘটনাটি সম্পর্কে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। প্রকৃত ঘটনাটি জানার জন্য ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নকে চিঠি পাঠানো হয়েছে। তথ্য পেলে পরবর্তীতে আমরা সঠিকভাবে বিষয়টি জানাতে পারবো।’  

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে জগতবেড় ইউনিয়নের পূর্বজগতবেড় এলাকার রেজাউল ইসলাম ও আমিনুর ইসলামসহ ৪-৫ জনের গরু পারাপারকারী একটি দল শমসেরনগর সীমান্তের ৮৬১ নম্বর মেইনপিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করে। অপরদিকে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের তেতুলেরছড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা স্থানীয় গরু ব্যবসায়ীদের মাধ্যমে রেজাউল ইসলাম ও আমিনুর ইসলাম আটক করে। পরে নির্যাতন রেজাউল ইসলামের মৃত্যু ঘটে। আহত অবস্থায় আমিনুর ইসলাম ভারতে আটক রয়েছে। এ ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই সীমান্তে অবস্থান করছেন। এছাড়াও ভারতের মাথাভাঙা থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল পৌঁছেছে।

নিহতের ভাই একরামুল ইসলাম বলেন, ‘আমি বুড়িমারীতে পাথর ভাঙা মেশিনে কাজ করি। বুধবার রাত ৯টায় বাড়ি ফিরে জানতে পারি রেজাউল ইসলামকে ভারতে হত্যা করা হয়েছে।’

স্বামীর লাশ ফেরত চেয়ে নিহতের স্ত্রী মোসলেমা খাতুন বলেন, আমি এখন সন্তানকে নিয়ে কীভাবে সংসার চালাবো। কী করে মেয়ের বিয়ে দেবো?

 

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ
গাংনী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে