X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সীমান্তে বাংলাদেশি রাখালকে হত্যা 

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৪:০৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:০৪



লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্ত এলাকায় নির্যাতনে রেজাউল ইসলাম (৩৯) নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। এছাড়া আমিনুর ইসলাম (৩৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। নিহত রেজাউল ইসলাম ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্বজগতবেড় এলাকার মো. মনছুর আলীর ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। একই এলাকার আহত ব্যক্তি হলেন আব্দুস ছামাদের ছেলে আমিনুর রহমান(৩৫)।

রংপুর (তিস্তা ব্যাটালিয়ন-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কোমান্ডার সুবেদার জালাল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্তে আমরা কোনও গুলির শব্দ পাইনি। তবে কীভাবে নিহতের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছি।’

তবে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘বিএসএফের গুলিতে কিংবা ভারতীয় কতিপয় জনগণের গণপিটুনিতে রেজাউল ইসলাম নামে একজন নিহত ও আমিনুর ইসলাম নামে একজন আহত হওয়ার খবর পেয়েছি। হত্যার ঘটনাটি সম্পর্কে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। প্রকৃত ঘটনাটি জানার জন্য ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নকে চিঠি পাঠানো হয়েছে। তথ্য পেলে পরবর্তীতে আমরা সঠিকভাবে বিষয়টি জানাতে পারবো।’  

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে জগতবেড় ইউনিয়নের পূর্বজগতবেড় এলাকার রেজাউল ইসলাম ও আমিনুর ইসলামসহ ৪-৫ জনের গরু পারাপারকারী একটি দল শমসেরনগর সীমান্তের ৮৬১ নম্বর মেইনপিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করে। অপরদিকে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের তেতুলেরছড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা স্থানীয় গরু ব্যবসায়ীদের মাধ্যমে রেজাউল ইসলাম ও আমিনুর ইসলাম আটক করে। পরে নির্যাতন রেজাউল ইসলামের মৃত্যু ঘটে। আহত অবস্থায় আমিনুর ইসলাম ভারতে আটক রয়েছে। এ ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই সীমান্তে অবস্থান করছেন। এছাড়াও ভারতের মাথাভাঙা থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল পৌঁছেছে।

নিহতের ভাই একরামুল ইসলাম বলেন, ‘আমি বুড়িমারীতে পাথর ভাঙা মেশিনে কাজ করি। বুধবার রাত ৯টায় বাড়ি ফিরে জানতে পারি রেজাউল ইসলামকে ভারতে হত্যা করা হয়েছে।’

স্বামীর লাশ ফেরত চেয়ে নিহতের স্ত্রী মোসলেমা খাতুন বলেন, আমি এখন সন্তানকে নিয়ে কীভাবে সংসার চালাবো। কী করে মেয়ের বিয়ে দেবো?

 

/টিটি/
সম্পর্কিত
মিয়ানমারের ১৯৬ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে এ মাসেই
দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবির ডিজি
‘বিরোধী শক্তি দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর অথচ সীমান্ত অরক্ষিত’
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ