X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাত ৮টার পরও রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা

লিয়াকত আলী বাদল, রংপুর
২০ জুন ২০২২, ২২:৪৩আপডেট : ২০ জুন ২০২২, ২২:৪৩

সরকারি নির্দেশনা অমান্য করে রংপুরে দোকানপাট ও শপিংমল খোলা রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন চেষ্টা করেও সোমবার (২০ জুন) রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করাতে পারেনি। 

রবিবার (১৯ জুন) সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সোমবার রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। এ সিদ্ধান্ত সারা দেশে একযোগে কার্যকর করার কথাও বলা হয়েছিল। কিন্তু রংপুর নগরীতে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আদেশ বাস্তবায়ন করা যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টা পর্যন্ত নগরীর অধিকাংশ দোকানপাট খোলা ছিল। রাত ৯টার পর থেকে পুলিশ তৎপর হয়। এ সময় কেউ কেউ দোকানপাট বন্ধ করেছেন। তবে অনেকেই খোলা রেখেছেন।

রাত ৯টায় নগরীর ধাপ এলাকায় দেখা গেছে, সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা। এ সময় ধাপ মেডিক্যাল মোড় চত্বরের সব শপিংমল খোলা দেখা গেছে।

সিটি বাজারে গিয়ে দেখা গেছে, রাত সোয়া ৯টা পর্যন্ত দোকানপাট খোলা। তবে নগরীর রামমোহন মার্কেট, জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, জেলা পরিষদ সুপার মার্কেট রাত সাড়ে ৮টার দিকে বন্ধ করা হয়। 

নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও শাপলা চত্বর এলাকায় দেখা গেছে, অধিকাংশ দোকানপাট ও শপিংমল খোলা। একইভাবে নগরীর ফুটপাতের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল রাত ১০টা পর্যন্ত। তবে রাত ৯টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়ে মাইকিং করেছে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ‘প্রথম দিন কিছুটা সমস্যা হয়েছে। তারপরও আমরা সব দোকানপাট ও শপিংমল বন্ধের চেষ্টা করেছি। রাত ৮টার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা নিয়েছিলাম। আজ পুরোপুরি কার্যকর করা যায়নি। তবে মঙ্গলবার রাত ৮টার পর থেকে কোনও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রংপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট
ভোলায় জুতার গোডাউনে আগুন
দেশে সাড়ে তিন লাখ চায়ের দোকান
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়