X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মা হত্যাকাণ্ডের শিকার বাবা জেলে, কী হবে ২২ দিনের ইয়াছিনের 

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৮ সেপ্টেম্বর ২০২২, ২২:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২২:১৪

নীলফামারীর ডোমারে স্বামীর হাতে নির্মমভাবে খুন হন রত্না বেগম (২৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩)। পরে স্বামী জিয়ারুল ইসলামও (৩০) আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আহত অবস্থায় তিনি রংপুর মেডিক্যালে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের তথ্যমতে সুস্থ হলেই তাকে যেতে হবে কারাগারে। হত্যকাণ্ডের সময় জিয়ারুলের ২২ দিন বয়সী ছেলে ইয়াছিনও আহত হয়। এখন সে নানা-নানির তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রশ্ন উঠেছে মা-বোনকে হত্যার দায়ে যখন বাবা পুলিশ হেফাজতে তখন এতিম ইয়াছিনের দায়িত্ব কে নেবে?

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নিমোজখানা গ্রামে এ ঘটনা ঘটে।  

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে ইয়াছিন। ভুগছে নানা সমস্যায়। বুকে ব্যথা, শ্বাস কষ্টসহ সারা শরীরে দেখা দিয়েছে ঘা। 

ইয়াছিনের খালা শম্পা বেগম বলেন, হত্যাকাণ্ডের সময় আমার মা গুরুতর আহত হন। আর সেদিনের ঘটনা মায়ের চোখের সামনেেই ঘটেছে। আপাতত ইয়াছিন আছে আমাদের কাছে হাসপাতালে। তবে এত বড় ঘটনার পর ইয়াছিন যে হাসপাতালে তাও আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কেউ এক নজর দেখতে আসেনি।

শোকে কাতর হয়ে ছল ছল চোখে ইয়াছিনের নানা আব্দুল করিম বলেন, দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে শ্বশুর বাড়িতেই ছিল রাজমিস্ত্রি জিয়ারুল। তার তেমন কোনও অর্থ সম্পদ নেই। দিন আনে দিনে খায় তারা। আমাদের অবস্থাও ততটা ভালো না। এ অবস্থায় মাছুম শিশু ইয়াছিনের জায়গা কোথায় হবে জানি না। ঘটনার দিন আহত হয়ে হাসপাতালে আছেন ইয়াছিনের নানি বিলকিস বেগম।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওর (ইয়াছিন) তো এখন আর কেউ নাই, আমরাই সব। বাবা যাবে জেলে, ওর নানিও অসুস্থ। দেখা যাক কী হয়, বাকিটা আল্লাহ্ জানেন।

এদিকে রত্নার বাবা আব্দুল করিমের করা মামলায় ইয়াছিনের বাবা জিয়ারুল পুলিশ হেপাজতে আছেন। এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে আদালতে। সুস্থ হলে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ডোমার থানার ওসি মাহমুদ উন নবী।

এ বিষয়ে ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা উপজেলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইয়াছিনের নানা-নানি আছেন, তারা যদি মনে করে কোনও সহযোগিতার প্রয়োজন, তখন আমাদের কাছে এলে শিশুটির জন্য সহযোগিতা করা হবে।

জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক বলেন, ওই হাসপাতালে (স্বাস্থ্য কমপ্লেক্সে) সমাজসেবার কার্যক্রম আছে। আমি তাদের বলে দেবো যাতে ইয়াছিনের চিকিৎসা সুষ্ঠুভাবে হয়। এছাড়া আমার দফতরে আবেদন দিলে, আর্থিক সহায়তার ব্যবস্থা করা যাবে।

/টিটি/
সম্পর্কিত
জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কিস্তির চাপে গলায় ফাঁসে আত্মহত্যার অভিযোগ
শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান
সর্বশেষ খবর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি