X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাজ শেষ, উদ্বোধন নিয়ে জটিলতা

লিয়াকত আলী বাদল, রংপুর
০৪ অক্টোবর ২০২২, ১০:০০আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০:০০

অবশেষে অর্ধশত কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক সকল সুযোগ-সুবিধাসম্পন্ন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। এটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ততম বাস টার্মিনালটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা। সেপ্টেম্বর মাসে এটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা হয়নি। কবে নাগাদ উদ্বোধন করা হবে নিশ্চিত করে বলতে পারছেন না করপোরেশনের কোনও কর্মকর্তা। যদিও নগরবাসীর দাবি দ্রুত বাস টার্মিনালটি চালু করা হোক।

রংপুর নগরীর আর কে রোড এলাকায় প্রায় চার যুগ আগে নির্মিত বাস টার্মিনালটি ছিল হাঁটু পর্যন্ত কাদা, দুর্গন্ধযুক্ত পানি এবং খানাখন্দে ভরা। ফলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি ছিল যাত্রী সাধারণসহ পরিবহন সংশ্লিষ্টদের কাছে রীতিমতো অভিশাপ। তাই বাধ্য হয়ে আন্তজেলাসহ শতাধিক রুটে চলাচলকারী বাসগুলো টার্মিনাল ছেড়ে মূল সড়ক দখল করে গাড়ি নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রী তুলতো।

অবশেষে ৫১ কোটি টাকা ব্যয়ে আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে দ্বিতল ভবনের নতুন বাস টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয়েছে। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, চলন্ত সিঁড়ি, টিকিট কাউন্টার, এটিএম বুথ, নারীদের নামাজ ঘর, ডে-কেয়ার সেন্টার, খাবার, ওষুধের দোকান, পাবলিক টয়লেট, যাত্রী সেবা স্থান, লাগেজ এরিয়া, শিশু বিনদোন কেন্দ্র, শপিং মল, ট্রাফিক বিভাগ, কন্ট্রোল রুম, ভিআইপি রুম, টেকনিক্যাল, প্রশাসনিক বিভাগ, সভাকক্ষসহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে টার্মিনাল ভবনটিতে। এ ছাড়াও টার্মিনাল চত্বরে ৫শর বেশি বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। উদ্বোধন হওয়ার আগেই দেখভাল করার জন্য নিজস্ব নিরাপত্তা বাহিনীসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাজ শেষ, উদ্বোধন নিয়ে জটিলতা

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিক দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এখানে যাত্রীরা সকল ধরনের সুযোগ-সুবিধা আর নিরাপদ ভ্রমণের সুযোগ পাবে বলে আমরা প্রত্যাশা করছি।

এক প্রশ্নের উত্তরে সিটি মেয়র জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে টার্মিনাল ভবনটি উদ্বোধন করার সকল প্রস্তুতি নেওয়া হয়। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি তবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আযম জানান, নির্মাণ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। এখন উদ্বোধনের অপেক্ষা। আশা করা হচ্ছে, দ্রুতই চালু করা সম্ভব হবে।

এ ব্যাপারে বাস মালিক সমিতির নেতা আমিরুজ্জামান জানান, বাস টার্মিনালটি দ্রুত চালু করা দরকার। যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে দীর্ঘক্ষণ বসে থাকে। টিকেট কাউন্টারগুলোও চালু করা যাচ্ছে না। ফলে যাত্রীদের দুর্ভোগ কমছে না।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাজ শেষ, উদ্বোধন নিয়ে জটিলতা

বাস ড্রাইভার আলমগীর জানান, টার্মিনাল ভবনটি চালু না করায় তাদের রংপুর ঢাকা মহাসড়কে গাড়ি নিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করতে হয়। এতে করে প্রতিদিনই যানজট লেগে থাকে। টার্মিনালটিতে সকল সুযোগ সুবিধা থাকায় যাত্রীদের নিরাপত্তা যেমন বাড়বে তেমনি মানুষের দুর্ভোগও কমবে।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক শাহাদত হোসেন জানান, মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে আশা করেছিলাম। কিন্তু উদ্বোধনী জটিলতায় থমকে আছে টার্মিনালটি। যত দ্রুত সম্ভব এটি চালু করা হোক।

/এমআর/
সম্পর্কিত
জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর দাবি
অনিয়ম দূর না করে ফিটনেসবিহীন বাস অপসারণ সম্ভব?
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: বিশেষ সহকারী মইনউদ্দীন
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন