X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখনকার মা-বাবারা সন্তানদের সময় দিতে চান না: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১১:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১১:২১

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘এখনকার মা-বাবারা সন্তানদের সময় দিতে চান না। তাদের সারাদিন আগলে রাখেন। শিশুদের একটু ছবি আঁকা, গান ও গল্প করার সুযোগ করে দিতে হবে। বাগানের ফুল যেমন প্রকৃতির নিয়মে ফোটে, তেমনি একটি শিশুকেও আপন গতিতে বেড়ে উঠতে দিতে হবে।’

রবিবার (১৩ নভেম্বর) রাতে নীলফামারীর আমিরুল্লাহ হাউজিং সোসাইটি হাজি মহসিন সড়ক সংলগ্ন অগ্নিবীণা ললিতকলা অ্যাকাডেমির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর, ‘শিশুদের ক্লাসের বই পড়ার পাশাপাশি গল্প, ছড়া, গান, নাটক ও কবিতার বই পড়ার অভ্যাস করাতে হবে। ক্লাসের বই পড়তে পড়তে শিশুদের মাথার মগজ শুকিয়ে গেছে। এদের বিকশিত করতে গেলে বাগানের ফুলের মতো ফুটতে দিতে হবে, কোনও কিছু চাপিয়ে দেয় নয়। ওদের মতো করে মানুষ হতে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জিপিএ-৫ এর ওপর কী শুরু হয়েছে। আমি ওটার নাম দিয়েছি জিপিএ নির্যাতন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সংগীত চর্চা করতেন। তার সঙ্গে বেহালা থাকতো। সুযোগ পেলেই নিজেকে সতেজ রাখার জন্য বেহালা বাজাতেন। আইনস্টাইনের লেখা বই বিশ্বজুড়ে পড়ছে। তাহলে শিশুদের আমরা কী বানাচ্ছি?’

অগ্নিবীণা ললিতকলা অ্যাকাডেমির পরিচালক মাইকেল এন্ডু আন্দ্রিয়র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সংস্কৃতি (কালচারাল) কর্মকর্তা কে এম আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা